বিজ্ঞাপন

ডি ভিলিয়ার্সের অবসরে স্তম্ভিত ক্রিকেটবিশ্ব

May 24, 2018 | 11:32 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

‘আমি ভীষন ক্লান্ত’ এই কথা বলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

৩৪ বছর বয়সী এই প্রোটিয়া তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিডিও বার্তা পোষ্ট করে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অবসরের খবর। হুট করে এমন খবর পেয়ে অনেকটা অবাকই হয়েছেন তার ভক্তরা। তবে নতুনদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বললেন ভিলিয়ার্স।

১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন প্রোটিয়া এই তারকা ব্যাটসম্যান। তার বিদায়ের ঘোষণার পর সাবেক ও বর্তমান তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে টুইট করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার টুইট করে শুভকামনা জানিয়েছেন প্রোটিয়া এই ব্যাটসম্যানকে, ‘মাঠে তোমার খেলা খুব পছন্দ করি, আশা করি মাঠের বাইরে ৩৬০ ডিগ্রিতেও সফলতা পাবে। অবশ্যই তোমাকে মিস করবে, এবি ডি ভিলিয়ার্স। শুভকামনা তোমার জন্য।’

বিজ্ঞাপন

সম্প্রতি বল টেম্পারিং দায়ে নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও এক টুইটে লেখেন, ‘দারুণ এক ক্যারিয়ার শেষ করেছো, আমার প্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন তুমি। তোমার এবং তোমার পরিবারের সবকিছুতে সফলতা কামনা করছি।’

ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বিদায়ে সাবেক ও বর্তমান তারকারা তাকে শুভকামনা জানিয়েছেন। বাদ জাননি প্রোটিয়া দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রাও।

দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যান হাশিম আমলা তার টুইটে লেখেন, ‘এবি ডি ভিলিয়ার্স তোমার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। অসাধারণ খেলোয়াড়, অসাধারণ মানুষ! সত্যিই তোমার জন্য সম্মান থাকবে এবং আমার ভাগ্য যে আমি তোমার দলে খেলেছি।’

টুইট করেছেন প্রোটিয়া সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসও, ‘দারুণ এক ক্যারিয়ার ছিল এবি ডি ভিলিয়ার্স, অবসরকে উপভোগ করো এবং পরিবারকে সময় দাও। তরুন উদীয়মান হিসেবে তোমাকে দেখেছে, বিশ্বসেরাদের একজন হয়েছ তুমি।’

ডি ভিলিয়ার্সের হুট করে বিদায় নেয়াকে তার ভক্তরা মেনে নিতে না পারলেও তার পোষ্ট করা ভিডিওতে তিনি জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার কারণ, ‘আমার কাছে মনে হয়েছে এটাই চলে যাওয়ার সেরা মুহূর্ত। সবাইকেই বিদায় নিতে হবে। দক্ষিণ আফ্রিকা সমর্থকদেরও ধন্যবাদ সবকিছুর জন্য।’

ওয়ানডেতে সবচেয়ে কম বলে ৫০, ১০০, ও ১৫০ রানের রেকর্ড ডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে তার চেয়ে বেশি রান আছে তিন জনের, ওয়ানডেতে শুধু একজনের। তবে সংখ্যা দিয়ে তো আর তাকে মাপা যাবে না। ডি ভিলিয়ার্স স্মরণীয় হয়ে থাকবেন মাঠে তার সব উদ্ভাবনী শট ও অফুরান আনন্দের জন্য।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন