বিজ্ঞাপন

মাদক ব্যবসায়ীদের ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

May 24, 2018 | 12:23 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী মো আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা মহানগরীতে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের তালিকা করা হয়েছে। তাদের সবাইকে শাস্তি পেতেই হবে। মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট পুলিশ বক্সে মাদক বিরোধী অভিযানের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের আয়োজনে মহানগরীকে মাদকমুক্ত করার বিশেষ এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মহানগর পুলিশ কমিশনার মো. আসাদাজ্জামান মিয়া।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমর্ন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও দুনীতি নির্মূল করার পর এবার মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণা বাস্তবায়নে সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। যেকোন মূল্যে মাদকের আগ্রাসন থেকে জনগণকে মুক্ত করাই এ অভিযানের উদ্দেশ্য।

এর আগে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগরীতে যারা মাদক ব্যবসা করে তাদের তালিকা পুলিশের কাছে রয়েছে। যেসব আস্তানায় মাদক বিক্রি ও সেবন হয় সেগুলো চিহ্নিত করা হয়েছে। শিগগিরই মাদকের আস্তানাগুলো অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

রমজানে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ গভীর রাত পর্যন্ত শপিংমলে কেনাকাটা করছে। এখন পর্যন্ত রাজধানীতে ছিনতাই বা অপকর্মের কোন অভিযোগ পাওয়া যায়নি।

অনুষ্ঠানের পুলিশ কমিশনার, কাউন্টার টেররিজমের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএস/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন