বিজ্ঞাপন

পাপুয়া নিউগিনি দিয়ে বাংলাদেশের শুরু

May 24, 2018 | 12:51 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

আগামী ৭ থেকে ১৪ জুলাই নেদারল্যান্ডসে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। যেখানে বাংলাদেশসহ অংশ নেবে আট দল। বাছাইপর্বের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে বাংলাদেশের। গ্রুপ পর্বে লাল-সবুজদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে।

বাংলাদেশের সঙ্গী পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং উগান্ডা। সেরা দুই দল খেলবে ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বিজ্ঞাপন

মূল ম্যাচে নামার আগে ৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। মূল ম্যাচে ৭ জুলাই খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। একদিন পর বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেদারল্যান্ডসের। ১০ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

আইসিসি কর্তৃক এবারের টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ পাচ্ছে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা। ১২ জুলাই হবে দুটি সেমি-ফাইনাল।

বিজ্ঞাপন

২০১৪ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে এবং স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল লাল-সবুজরা। গতবার বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। বাছাইপর্বে রানার্সআপ হয়েছিল রুমানা-সালমা-জাহানারারা। তবে, বাছাইপর্বে রানার্সআপ হলেও মূলপর্বে কোনো ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন