বিজ্ঞাপন

নীতিমালা লঙ্ঘন: সতর্কবার্তা পেল আরও ৭ প্রতিষ্ঠান

February 19, 2024 | 4:53 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সাতটি প্রকাশনা প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়েছে অমর একুশে বইমেলা-২০২৪ পরিচালনা কমিটি। এ নিয়ে চলতি বছরের বইমেলায় তিনধাপে মোট ১৯টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হলো।

বিজ্ঞাপন

রোববার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক জরুরি সভায় মেলা পরিচালনা কমিটির এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলা একাডেমির একটি সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছে।

বইমেলার টাস্কফোর্স কমিটির সুপারিশ অনুযায়ী সতর্কবার্তাপ্রাপ্ত প্রকাশনীগুলো হলো— দোয়েল প্রকাশনী, ছোটদের জ্ঞান বিজ্ঞান একাডেমি, প্রিয় প্রকাশ, গোল্ডেন বুকস, সাত ভাই চম্পা, ডাংগুলি ও লাইট অফ হোপ।

এর আগে, মেলা শুরুর পর থেকে কুঁড়েঘর, গাজী, বাতিঘর, সম্প্রীতিসহ ১২টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেয় মেলা পরিচালনা কমিটি।

বিজ্ঞাপন

সূত্র জানায়, একাধিক বইয়ে অভিন্ন আইএসবিএন নম্বর ব্যবহার, পাইরেটেড বই স্টলে রাখাসহ কয়েক ধরনের নীতিবহির্ভূত কাজ বিবেচনায় সতর্কবার্তা দেওয়া হয়েছে এসব প্রকাশনা প্রতিষ্ঠানকে।

বইমেলার টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও বাংলা একাডেমির সচিব (ভারপ্রাপ্ত) হাসান কবীর বলেন, ‘টাস্কফোর্স কমিটি সাতটি প্রকাশনীর বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন বইমেলা পরিচালনা কমিটিকে দিয়েছে। তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর আগে আরও ১২টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।’

বইমেলার নীতিমালা অনুযায়ী, সতর্কবার্তা পাওয়া প্রকাশনীর স্টলগুলো বন্ধ করে দেওয়া হবে কি না কিংবা আগামী বছরের বইমেলায় তাদের স্টল বরাদ্দ বাতিল করা হবে কি না— এ ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান হাসান কবীর।

বিজ্ঞাপন

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম বলেন, ‘নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ সতর্কবার্তা দেওয়া হয়। টাস্কফোর্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মূলত এটি করা হয়। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কী ব্যাবস্থা নেওয়া হবে তা মেলা পরিচালনা কমিটির সবাই বসে সিদ্ধান্ত নেবেন।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন