বিজ্ঞাপন

সচেতনতা কমাতে পারে সড়ক দুর্ঘটনা: আরেফিন সিদ্দিক

May 24, 2018 | 5:50 pm

|| ঢাকা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ||

বিজ্ঞাপন

ঢাকা: সামাজিক সচেতনতাই সড়ক দুর্ঘটনা কমাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এই সামাজিক সচেতনতাই সড়ক দুর্ঘটনা কমাতে পারে। এর বাইরে আমি আর কোনো পথ দেখি না। গাড়ি চালক ও যাত্রী সবাইকে সচেতন হতে হবে।’

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত  এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‘সড়কে রক্তপাত ও প্রাণহানি বন্ধ করো, জীবনের নিরাপত্তা নিশ্চিত করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করে দীপ্ত স্লোগান।

আরেফিন সিদ্দিক বলেন,  ‘প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় মানুষ মৃত্যুববরণ করে, এ জন্য কাউকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। এখানে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,  চালক, যাত্রী, পথচারী,  সড়ক পরিবহন, সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে নিশ্চয়ই এ সড়ক নিরাপদ সড়কে পরিণত হবে।’

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেলে চালক আক্রান্ত ব্যক্তিকে রেখে পালিয়ে যায়। এটা কোনো সভ্য দেশে কাম্য নয়। দুর্ঘটনার পরে আক্রান্ত ব্যক্তিকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন,  ‘অনেক সময় যাত্রীরা তাদের গন্তব্যে দ্রুত পৌছানোর জন্যে চালককে দ্রুত গাড়ি চালাতে বলে। সেই কারণে চালক দ্রুত গাড়ি চালাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটায়, তাহলে সেই দায় শুধু চালকের একার নয়। যাত্রীদেরও সেই দায় বহন করতে হবে। কেননা চালককে দ্রুত গাড়ি চালানোর জন্যে চাপ দেয়াও একটা অপরাধ। এই বিষয়ে সকলকে সচেতন করতে হবে।’

দীপ্ত স্লোগানের আহ্বায়ক সাখাওয়াত আল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জুয়েল মিয়া।

সারাবাংলা/আরএম/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন