বিজ্ঞাপন

ফাইনালের দৌড়ে টিকে থাকতে তামিমদের প্রয়োজন ১৩৬

February 26, 2024 | 3:14 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

দশম বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরিষ্কার ফেভারিট বরিশাল। তামিম ইকবালের বরিশালের বোলিংটাও হলো বেশ ভালো। আগে বোলিং করে চট্টগ্রামকে ১৩৫ রানেই আটকে রেখেছে ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

শুরু থেকেই বরিশালের বোলাররা আজ দুর্দান্ত বোলিং করেছেন। এখন ব্যাটিং ইউনিট প্রত্যাশামতো সাড়া দিলে ফাইনালের দৌড়ে টিকে থাকতে পারবে বরিশাল।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। মিরপুরে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে তামিমের সিদ্ধান্তটা অনুমিতই ছিল। বরিশালের বোলাররাও অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেছেন।

ফর্মে থাকা তানজিদ হাসান তামিমকে দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। খানিক বাদে তিনে নামা ইমরানুজ্জামানকে ফেরান ওবেদ ম্যাককয়। দ্বিতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেছেন জশ ব্রাউন ও টম ব্রুচ।

বিজ্ঞাপন

তামিম ইকবাল কিছুটা ‘সহযোগীতা’ও করেছেন এতে! ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা জশ ব্রাউনকে ব্যক্তিগত ২০ রানে জীবন দিয়েছেন তামিম। ব্রাউনের সহজ ক্যাচ নিতে পারেননি। বেশিদূর অবশ্য এগুতে পারেননি ব্রাউন। ম্যাককয়ের বলে ফিরেছেন ২২ ২ চার ৩ ছয়ে ৩৪ রান করে। টম ব্রুচও বড় ইনিংস খেলতে পারেননি। কাইল মায়ার্সের বলে ফিরেছেন ১১ বলে ১৭ রান কর।

এই দুজন ফেরার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে চট্টগ্রাম। মিডল ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল ইসলাম, জেমস ফুলাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমেছে চট্টগ্রাম। অধিনায়ক শুভাগত হোম চৌধুরী ১৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন।

বরিশালের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ম্যাককয়, সাইফউদ্দিন, কাইল মায়ার্স। একটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, জেমস ফুলার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন