বিজ্ঞাপন

মেরিন ইঞ্জিনিয়ার রিমন হত্যায় ভাগ্নে ৩ দিনের রিমান্ডে

December 19, 2017 | 7:01 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর শুক্রাবাদে নিহত হওয়া মেরিন ইঞ্জিনিয়ার রফিকুল হাসান রিমন হত্যা মামলায় তার ভাগ্নে সাজেদুল করিম রনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান আসামি রনির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ‘এটা একটা ক্লু লেস হত্যা মামলা। প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের শনাক্তে এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ জন্য তার রিমান্ড মঞ্জুর করা হোক।

আসামিপক্ষের আইনজীবী আবুল ফারুকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

ওই ঘটনায় রিমনের বাবা সোমবার নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।  রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে রোববার রাত দেড়টার দিকে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের নিচতলার বেজমেন্ট থেকে মেরিন প্রকৌশলী রফিকুল হাসান রিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এএস/টিএম/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন