বিজ্ঞাপন

বিপিএল ফাইনাল: কুমিল্লাকে ১৫৪ রানে আটকে দিল বরিশাল

March 1, 2024 | 8:31 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম শিরোপা জিততে ফরচুন বরিশালের প্রয়োজন ১৫৫ রান। দশম বিপিএলের ফাইনালে আগে বোলিং করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৪ রানে আটকে দিয়েছে বরিশাল।

বিজ্ঞাপন

টস জিতে আগে বোলিং করতে নেমে শুরু থেকেই কুমিল্লাকে চেপে ধরে বরিশাল। ইনিংসের শুরুতেই তিন উইকেট তুলে নিয়েছে তামিম ইকবালের দল। পরে মাঝের ওভারগুলোতেও সুবিধা করতে পারেনি কুমিল্লা। শেষ দিকে আন্দ্রে রাসেল ঝড় তুলেছিলেন বটে, তবে সেটা কুমিল্লাকে বড় স্কোর এনে দিতে পারেনি।

ফরচুন বরিশালের একাদশে লম্বা ব্যাটিং লাইনআপ। আর দেখা যাচ্ছে মিরপুরের পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা তুলনামূলকভাবে সহজ। তাতে এই রান তুলে ফেলার কথা বরিশালের। ফরচুন বরিশাল আজ জিতলে প্রথম বিপিএল শিরোপা ঘরে তুলবে। অপর দিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করতে নেমে শুরুতেই উইকেট পেয়েছে বরিশাল। মেকশিফট ওপেনার সুনীল নারিনকে নিয়ে ইনিংস সূচনা করতে নেমেছিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ইনিংসের প্রথম ওভারেই ৪ রান করে ফিরেছেন নারিন।

বিজ্ঞাপন

এরপর ফর্মে থাকা লিটন দাস ও তাওহিদ হৃদয় কুমিল্লাকে টেনে তোলার চেষ্টা করেন। বড় জুটি গড়তে ব্যর্থ এই দুজনও। ১২ রানের ব্যবধানে জেমস ফুলারের বলে ফিরেছেন দুজনই। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পরেন ১০ বলে ১৫ রান করা হৃদয়। লিটনও ফুলারের বলে সীমানায় ধরা পরেছেন ১২ বলে ১৬ রান করে। ৪২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় কুমিল্লা।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে জনসন চার্লসের দলকে টেনে তোলার চেষ্টা। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি দুজনের একজনও। তবে অনেকক্ষণ ক্রিজে ছিলেন দুজন। ওবেদ ম্যাককয়ের বলে ক্যাচ আউট হওয়ার আগে ২৭ বলে ২১ রান করেন জনসন চার্লস। খানিক বাদে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত এক থ্রোতে  মঈন আলী (৩) রান আউট হলে বিপদ আরও বাড়ে কুমিল্লার। ১২তম ওভারের শেষ বলে দলীয় ৭৯ রানে পঞ্চম উইকেট হারায় কুমিল্লা।

মিডল অর্ডারে অনেকক্ষণ ক্রিজে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী। তবে বরিশালের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে দুই দেশি তরুণ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। ৩৫ বলে ২ চার ২ ছয়ে ৩৮ রান করে ফিরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাকের আলী আজ ঝড় তুলতে পারেননি। ২০ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

কুমিল্লার অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে আন্দ্রে রাসেলকে ব্যাটিংয়ে পাঠানো হয় আট নম্বরে। ক্রিজে নেমেই ঝড় তুলেছিলেন ক্যারিবিয়ান তারকা। ১৪ বল খেলে ৪টি চারের সাহায্যে ২৭ রানে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানে থেমেছে কুমিল্লা।

বরিশালে হয়ে সবাই ভালো বোলিং করেছেন জেমস ফুলার দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, কাইল মায়ার্স ও ওবেদ ম্যাককয়।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন