বিজ্ঞাপন

আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে হাইকোর্টে রিট

March 3, 2024 | 11:35 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বেইলি রোডসহ ঢাকা মহানগরের আবাসিক এলাকায় বাণিজ্যিক (ব্যবসা) প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বেইলি রোডের গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে ঘটনার তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

বিজ্ঞাপন

রিটে মন্ত্রিপরিষদ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজউক চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার দুই সিটির মেয়র, গ্রিন কোজি কটেজ ও আমিন মোহাম্মদ রিয়েল স্টেট প্রপার্টিকে বিবাদী করা হয়েছে।

রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন বেইলি রোডের বাসিন্দা আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি জানান, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে গ্রিন কোজি ভবন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে ১৩ ইউনিট কাজ করে রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ অগ্নিকাণ্ডে নারী-পুরুষ-শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন। তারা কেউ ‘শঙ্কামুক্ত’ নন। অগ্নিকাণ্ডের পর ওই ভবন থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন