বিজ্ঞাপন

আউট হওয়ার আগ পর্যন্ত জয়ের স্বপ্ন দেখেছেন জাকের

March 5, 2024 | 8:52 am

স্পোর্টস ডেস্ক

অভিষেক ম্যাচে জাকের আলি যখন ব্যাটিংয়ে নামলেন, দলের তখন ৪ উইকেট নেই। ৬৭ বলে দরকার ১৩৯ রান। সমীকরণটা তখন অনেকটাই অসম্ভব মনে হচ্ছিল। তবে সেই অসম্ভবকে আরেকটু হলেই সম্ভব করে তুলেছিলেন জাকের। ম্যাচ শেষ হওয়ার তিন বল আগে জাকেরের ফেরায় ৩ রানের হারের হতাশায় মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে জাকের বলছেন, যতক্ষণ ক্রিজে ছিলেন জয়ের আশা ছাড়েননি তিনি।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ ফিরলেও জাকের যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো জিতেই যাবে। রেকর্ড ৬টি ছক্কা মেরে ২০০ স্ট্রাইক রেটে দুর্দান্ত ব্যাটিং করা জাকের ৬৮ রানে আউট হয়েছেন ইনিংসের ৩ বল বাকি থাকতেই। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ, হেরেছে ৩ রানে। জাকের জানালেন, ক্রিজে থাকার সময় জয় ছাড়া কিছুই ভাবেননি তিনি, ‘রিশাদকে বলেছিলাম আমাকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করতে। দুর্ভাগ্যজনকভাবে ও আউট হয়। আমি যখন স্ট্রাইকে ছিলাম তখন ৪ বলে ১০ রান লাগতো, আত্মবিশ্বাস ছিল জয় পাবোই। যেহেতু পুরো ইনিংসজুড়েই ভালো কেটেছে সময়। তবে শেষ বলটা কানেক্ট হয়নি।’

রিয়াদকে পাশে পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল জাকেরের, ‘যখন ক্রিজে নামি তখন রিয়াদ ভাই ছিলেন। স্বাভাবিকভাবে ব্যাটিং করতে বলেছেন, ওরকম চেষ্টাই করেছি। বাড়তি পরিকল্পনা ছিল না। রিয়াদ ভাই ঝুঁকি নিয়ে কিছু বাউন্ডারি বের করলে আমার কাজটা সহজ হয়ে যায়। আমারও একই লক্ষ্য ছিল। উনি ফেরার পরেই আমি কিছুটা গিয়ার শিফট করি।’

দুর্দান্ত এক ইনিংস খেলেও হারের কারণে মন ভালো নেই জাকেরের, ‘হার সবসময়ই বেদনার, আমার চেহারা দেখেই বুঝতে পারছেন কেমন আছি! বিপিএলের ফাইনালে হেরেছি, রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে ভালো লাগতো। আমি ভেঙ্গে পড়বো না। এই ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। পরের ম্যাচ কীভাবে জেতা যায় সেই চিন্তায় থাকব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন