বিজ্ঞাপন

‘পুলিশ অস্ত্র নিয়ে জাহাজ ঘিরে ধরেছিল; আমি কি খুনী?’

May 25, 2018 | 11:06 am

সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

গেল গ্রীষ্মে স্প্যানিশ কর কর্তৃপক্ষ দ্বারা রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অনুসন্ধানের ঘটনা অনেক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। সেই ‘কর ফাঁকি নিয়ে অনুসন্ধানের’ ঘটনাটি এতোদিন পর হলেও খোলাশা হলো সিআরসেভেনের মুখ থেকে।

তিনি ব্যাখ্যা দেন, তিনি ছুটিতে ফোরমেন্ট্রাতে জাহাজ ভ্রমণে গিয়েছিলাম, পুলিশ এসে সেখানে হাজির হয়েছে। এবং সেই ভ্রমণ কোনওভাবেই লাইটলি ছিল না।

‘হাজারো জাহাজ ছিল ফোমেন্ট্রাতে এবং পুলিশ ক্যামেরা নিয়ে জাহাজ ঘিরে ধরে।’

বিজ্ঞাপন

লা সেক্সটাকে দেয়া সাক্ষাতকারে বলছিলেন তিনি।

‘আমরা কি খুনী না কি?’

‘আমি আসি এবং জিজ্ঞেস করি, কি হচ্ছে এখানে?’

বিজ্ঞাপন

‘তাদের কাছে অস্ত্র আর ক্যামেরা ছিল’

‘বিষয়টি বিরক্ত করেছিল, কি করতে এসেছিল তারা?’

কর ফাঁকির সমস্যার অচিরেই একটি নিষ্পত্তি ঘটবে বলে জানান পর্তুগাল অধিনায়ক। ‘তাদের বলেছি, একটা বিষয়ই আছে যার কোনও সমাধান নেই সেটা হলো মৃত্যু। তাছাড়া প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। কিছু ঘটেছে হয়তো, কিন্তু আপনারা কি করতে চাচ্ছেন?’

তবে  এসব নিয়ে আপাতত কোনও মাথাব্যাথা নেই সিআরসেভেনের। একদিন পরেই চ্যাম্পিয়ানস লিগের ফাইনাল। সেদিকেই পূর্ণ মনোযোগ তার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন