বিজ্ঞাপন

ফাইনালে রোজা ভাঙবেন না সালাহ

May 25, 2018 | 1:46 pm

সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

এর আগেও রোজা রেখে খেলেছেন লিভারপুলের মিশর কিং মোহাম্মদ সালাহ। তখন কৌতুহলের জন্ম হয় নি। তবে, দীর্ঘ ১৩ বছর পর ইংলিশ জায়ান্টরা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠায় ফুটবল ভক্তদের মধ্যে শঙ্কা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালেও কি রোজা রাখবেন সালাহ?

লিভারপুল স্টার নিশ্চিত করে দিয়েছেন, তিনি পবিত্র রমজান মাসে রোজা ভাঙতে চাননা। রোজা রেখেই ফাইনাল খেলবেন।

১৬ মে থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসের মধ্যেই পড়ে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। কিয়েভে শনিবার মধ্যরাতে ম্যাচটি শুরু হবে। ম্যাচ চলাকালীন রমজান চলবে। ইফতারির আগেই ম্যাচটি মাঠে গড়াবে। তাই অল রেড ভক্তদের মনে শঙ্কার ডালা-পালা ভর করেছে।

বিজ্ঞাপন

মিশরের এক গণমাধ্যমের খবর, ম্যাচে যাতে ভালো করতে পারেন সেজন্য তিনটি বাছুর উতসর্গ করবেন সালাহ।

তবে পুষ্টিবিদরা বলছেন, মন থেকে পরিশুদ্ধ হলেও শারীরিক অনুশীলন পুরোপুরি প্রস্তুত করতে পারবেন না সালাহ। তিনি যদি নির্ভুলভাবে রোজা পালন করেন তাহলে তার পারফর্মেন্সে একটু প্রভাব পড়বে। যদিও সালাহ বিষয়টি ইঙ্গিত করেছেন ভক্তদের।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন