বিজ্ঞাপন

সাকিবদের ফাইনালে ওঠার শেষ সুযোগ আজ

May 25, 2018 | 2:37 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুম বেশ ভালোই যাচ্ছিল সানজাইরার্স হায়দরাবাদের। কিন্তু প্লে অফের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে বসে সাকিব আল হাসানদের দলটি। তবে ফাইনালে যেতে আরেকটি সুযোগ থাকছে হায়দরাবাদের। শুক্রবার (২৫ মে) রাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জয় পেলেই ফাইনালের টিকিট মিলবে সাকিবদের।

চলতি আসরে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে অফে উঠেছিল সাকিবদের হায়দরাবাদ। প্লে অফ ম্যাচে হারের কারণে ফাইনালের পথে আরেকবার লড়তে হচ্ছে ২০১৬ সালের শিরোপাজয়ী দলটিকে। এর আগে চলতি আসরের চেন্নাইয়ের সঙ্গে দুই ম্যাচে মুখোমুখি হয়ে দুটিতেই হেরেছিল হারদরাবাদ।

অন্যদিকে বুধবার (২৩ মে) এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রেখেছে দুইবারের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পয়েন্ট টেবিলের তিন নম্বর দল হিসেবে প্লে অফে জায়গা পাওয়ায় পর ফাইনালের পথে দুইবার লড়াই করতে হচ্ছে দিনেশ কার্তিকদের।

বিজ্ঞাপন

এবারের আসরে ১৫টি ম্যাচ খেলেছে হায়দরাবাদ। সবকটিতেই মাঠে নেমেছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবমিলিয়ে ব্যাট হাতে ১৮৮ রান এবং বল হাতে ১৩টি উইকেট আছে সাকিবের ঝুলিতে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এই ম্যাচে জয়ী দল রোববার (২৭ মে) ফাইনাল খেলবে চেন্নাইয়ের বিপক্ষে।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন