বিজ্ঞাপন

বিশ্বকাপে ভালো করতে দেশেও ‘ভালো উইকেট’ চান হাথুরুসিংহে

March 8, 2024 | 6:59 pm

স্পোর্টস ডেস্ক

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। এমন মন্থর পিচে খেলার পর বিদেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কীভাবে সাফল্য পাবে দল, সেই প্রশ্নের উত্তর বারবারই দিতে হয়েছে বাংলাদেশকে। সিলেট ও চট্টগ্রামের পিচ অবশ্য মিরপুরের চেয়ে প্রতিবারই  প্রশংসা কুড়িয়েছে। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হচ্ছে সিলেটেই। প্রথম দুই ম্যাচের পিচও ছিল যথেষ্ট স্পোর্টিং। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, বিশ্বকাপের আগে ভালো উইকেটে খেলেই প্রস্তুতি নিতে চান তারা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মাটিতে খেলার তেমন অভিজ্ঞতা নেই বাংলাদেশের। বিশ্বকাপের আগে তাই ঘরের মাঠেই প্রস্তুতিটা সাড়তে হবে তাদের। হাথুরু বলছেন, দেশের মাটিতে ভালো পিচ পেলেই কেবল বিশ্বকাপে ভালো ফলাফল করা সম্ভব, ‘বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আমরা কেমন পিচ পাবো জানি না। তাই আমি ভালো পিচে খেলে প্রস্তুতি নিতে চাই। আমাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ যুক্তরাষ্ট্রে। কেউ জানে না পিচ কেমন হবে। আমি যতটা জানি অন্য জায়গা থেকে সেখানে পিচ বানিয়ে নিয়ে বসাবে। আমি আশা করছি অস্ট্রেলিয়ার মতো হবে। নিউ সাউথ ওয়েলসে দেখেছি ব্যাটাররা স্বাধীনতা নিয়ে খেলেছে। সেখান থেকে কিছুটা তথ্য পেয়েছি। আমরা নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই সেখানে যাবো।’

ওপেনিং জুটি নিয়ে অনেকদিন ধরেই দ্বিধায় আছে বাংলাদেশ। লিটন-সৌম্য জুটি দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন। এই জুটিতেই ভরসা রাখতে চান হাথুরু, ‘ওপেনিং জুটি অতীতে ভালো করতে পারেনি। আমরা সেই ভুলগুলো শুধরাতে চাইছি। যদি তারা ভালো করে তাহলে খুব বেশি পরিবর্তন করতে চাই না। এটা শুধু ওপেনিং জুটির ক্ষেত্রেই নয়। পাওয়ার প্লেতে তাদের অ্যাপ্রোচ দারুণ ছিল এটা মানতেই হবে। সৌম্য ওপেনিং জুটিতে ৬৩ রান এনে দিয়েছে। আপনার কতোটা সেঞ্চুরি আছে এই ফরম্যাটে তা বিবেচ্য নয়। দলে কতোটা অবদান রাখছে এটাই সেটাই দেখার বিষয়। সেদিন গুরুত্বপূর্ণ উইকেটও পেয়েছে সে। দুই ম্যাচেই ওদের সবচেয়ে ভয়ংকর ব্যাটারকে আউট করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন