বিজ্ঞাপন

সালাহর চেয়ে আমি একদমই আলাদা: রোনালদো

May 25, 2018 | 3:43 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ঘিরে চলছে উত্তেজনা। কে পাচ্ছে এবারের শিরোপা, তা দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ আর লিভারপুল। দুই দলেই আছেন বিশ্বসেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর মোহাম্মদ সালাহ। দুজনকে নিয়েই তুলনা করছেন অনেকে। তবে দুজনকে নিয়ে তুলনা চললেও অনেকটা আপত্তি ছুঁড়ে দিলেন রোনালদো।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। অন্যদিকে পর্তুগিজ তারকা স্ট্রাইকার রোনালদোর ঝুলিতে আছে ৪৩টি গোল। যে কারণে সালাহর সঙ্গে তুলনা চলছে রোনালদোর।

তবে এ তুলনাকে একেবারেই অসম্ভব বলছেন পর্তুগিজ স্ট্রাইকার। সালাহর সঙ্গে অনেক পার্থক্য আছে বললেন রোনালদো, যেমন শারীরিক উচ্চতার দিকে থেকেও, ‘মানুষ অন্য খেলোয়াড়দের সঙ্গে আমার তুলনা করতে চায়, আমি সবার থেকে আলাদা। সালাহও সবার চেয়ে আলাদা। তাই আমরাও একে অন্যের চেয়ে আলাদা।’

বিজ্ঞাপন

সালাহর শারীরিক উচ্চতা ১.৭৫ সে.মি. অন্যদিকে রোনালদোর ১.৮৭ সে.মি.। তাই উচ্চতায় দিক থেকে সালাহর সঙ্গে ১২ সে.মি. (৫ ইঞ্চি) পার্থক্য আছে বললেন রোনালদো।

দুজনের মধ্যে বেশকিছু পার্থক্য তুলে ধরেন রোনালদো, ‘সে বামে খেলে, আমি খেলি ডানে। আমি লম্বা, সে আমার চেয়ে কিছুটা খাটো। আমি মাথা খাটিয়ে খেলি, সেটা জানেন… আমরা সম্পূর্ণ ভিন্ন। তবে আমি বলতে চাই, দারুণ এক মৌসুম কাটিয়েছে সে (সালাহ), কিন্তু শনিবার কি হচ্ছে তা দেখা যাক।’

ইউরোপিয়ান ফাইনালে এবার অভিষেক হচ্ছে সালাহর, কিন্তু ফাইনালে রিয়াল মাদ্রিদ জয় পেলে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচবার শিরোপা জিতবেন পর্তুগিজ স্ট্রাইকার, যা তাকে (রোনালদো) খুব উৎসাহী করছে, ‘এটি একটি বিশেষ প্রতিযোগিতা, ব্যক্তিগতভাবে আমার জন্য। আমি চ্যাম্পিয়নস লিগে খেলতে ভালোবাসি। এবারের শিরোপা দলের এবং ব্যক্তিগতভাবে আমার জন্য এক স্বপ্ন। এটা অবিশ্বাস্য হবে। লক্ষ্য এখন শনিবার রাতের ম্যাচের দিকে এবং চেষ্টা করবো কিভাবে এই অসাধারণ এই শিরোপা জেতা যায়।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন