বিজ্ঞাপন

সব পদে সম্মিলিত পরিষদের জয়, বিজিএমইএ’র সভাপতি হচ্ছেন কচি

March 10, 2024 | 9:06 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে সম্মিলিত পরিষদ। ফলে ব্যবসায়ীদের সংগঠনটির পরবর্তী সভাপতি হচ্ছেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান কচি। বর্তমান সভাপতি ফারুক হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার পর নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে, দিনভর ঢাকা ও চট্টগ্রামে সংগঠনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফলে দেখা যায়, পূর্ণ প্যানেলে জয় পেয়েছে সম্মিলিত পরিষদ। ফোরামের কেউ জয়ী হননি। ফলে ৩৫ পরিচালক পদে সবাই সম্মিলিতর। সভাপতি পদে এস এম মান্নান কচির নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

সাবেক সহ-সভাপতি কচির নেতৃত্বে এবারের নির্বাচনের সম্মিলিত পরিষদের নির্বাচিত পরিচালকরা হলেন— আবদুল্লাহ হিল রাকিব, এম শহিদউল্লাহ আজিম, মো. মহিউদ্দিন রুবেল, খন্দকার রফিকুল ইসলাম, ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, মো. শাহাদাত হোসেন, মো. রেজাউল আলম মিরু, মো. জাকির হোসেন, মো. ইমরানুর রহমান, আশিকুর রহমান তুহিন, মিরান আলী, নুসরাত বারী আশা, মো. নুরুল ইসলাম, মো. নাসির উদ্দিন, আবরার হোসেন সায়েম, শামস মাহমুদ, মোহাম্মদ সোহেল সাদাত, শোভন ইসলাম, আনোয়ার হোসেন মানিক, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, হারুন আর রশিদ, আরশাদ জামাল দীপু, আসিফ আশরাফ, মেজবাহ উদ্দিন খান, রাজিব চৌধুরী, এম আহসানুল হক, মোহাম্মদ রাকিব আল নাসের, আমজাদ হোসেন চৌধুরী, রাকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মুসা, মোস্তফা সরোয়ার রিয়াদ, গাজী মো. শহীদুল্লাহ, মো. আবচার হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

রাত দেড়টার দিকে সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়কারী ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমরা পূর্ণ প্যানেলে জয় পেয়েছি। আমাদের মধ্যে যে সর্বনিম্ন ভোট পেয়েছেন, তারসঙ্গে ফোরামের সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরও ভোটের প্রার্থক্য প্রায় ২০০।’

সম্মিলিত পরিষদের আরেক নেতা সালাম মূর্শেদী সারাবাংলাকে বলেন, ‘আমরা পূর্ণ প্যানেলে জয় পেয়েছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন