বিজ্ঞাপন

সপ্তাহ শেষে হতে পারে বৃষ্টি

March 10, 2024 | 1:52 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: চলতি সপ্তাহের শেষ দিকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

রোববার (১০ মার্চ) পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর। সেখানে বলা হয়, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিনের পূবার্ভাসে বলা আরও হয়েছে, আগামীকাল সোমবার (১১ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।

তৃতীয় দিনের পূবার্ভাসে বলা হয়, আগামী মঙ্গলবার (১২ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বিজ্ঞাপন

পাশাপাশি বর্ধিত পাঁচ দিনের সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন