বিজ্ঞাপন

সৌদি আরবে রোজা শুরু সোমবার

March 10, 2024 | 9:55 pm

সারাবাংলা ডেস্ক

সৌদি আরবে রোজা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ মার্চ)। দেশটির হিজরি মাস শুরুর ঘোষণার দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

ঘোষণায় বলা হয়, রোববার সন্ধ্যায় সৌদি আরবের সুদাইর ও আল-হারিক অঞ্চলে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে রোজা শুরু হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস রমজান। চাঁদ দেখার ফলে সৌদি আরবে রমজান মাস শুরু হলো। সেই সঙ্গে শুরু হচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা।

এদিকে, সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) রমজান মাস শুরু হচ্ছে সোমবার। দেশটিতে রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে।

বিজ্ঞাপন

তবে মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে রোববার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়নি। ফলে এই দেশগুলোতে মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বাংলাদেশে আজ রোববার (১০ মার্চ) ছিল ২৮ শাবান। নিয়ম অনুযায়ী আগামীকাল সোমবার দেশে জাতীয় চাঁদ দেখা কমিটি রমজান মাসের চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে। আগামীকাল দেশের আকাশে চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১২ মার্চ) শুরু হবে রমজান। সেক্ষেত্রে সোমবার রাতে প্রথম তারাবি পড়তে হবে, দিবাগত রাতে খেতে হবে প্রথম রোজার সেহেরি।

অন্যদিকে আগামীকাল সোমবার চাঁদ দেখা না গেলে দেশে রমজান মাস শুরু হবে বুধবার (১৩ মার্চ)। সেক্ষেত্রে মঙ্গলবার রাতে প্রথম তারাবি পড়বেন বাংলাদেশিরা, দিবাগত রাতে প্রথম রমজানের সেহেরি খেতে হবে।

বিজ্ঞাপন

তবে সাধারণত মধ্যপ্রাচ্যের পরদিনই দেশে চান্দ্র মাস তথা হিজরি মাস শুরু হয়। সে হিসাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও বাংলাদেশে মঙ্গলবার থেকেই রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

সারাবাংলা/আইই/টিআর

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন