বিজ্ঞাপন

দুর্নীতি মামলায় খালেদার সর্বোচ্চ সাজা চেয়েছে দুদক

December 19, 2017 | 8:17 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার যুক্তিতর্ক শুনানিতে দুদকের পক্ষ থেকে এ শাস্তি চাওয়া হয়।

দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল আজ মঙ্গলবার  যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় তিনি আদালতকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে যে বক্তব্য দিয়েছিলেন, তা বিভ্রান্তিকর। খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্য–প্রমাণ দিয়ে দুদক প্রমাণ করতে সক্ষম হয়েছে।’

মোশাররফ হোসেন কাজল সাক্ষীদের সাক্ষ্য, সাক্ষীদের জবানবন্দী, সাক্ষীদের জেরা ও মামলা–সংশ্লিষ্ট অভিযোগের সপক্ষে আদালতে বক্তব্য তুলে ধরেন। খালেদা জিয়া আজ বেলা ১১টার দিকে আদালতে হাজির হন ।

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন—  খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন।

সারাবাংলা/এআই/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন