বিজ্ঞাপন

‘সংবাদে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, দস্যুরা অনমনীয় হচ্ছে’

March 16, 2024 | 2:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সোমালিয়ায় জিম্মি জাহাজ নিয়ে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পরিস্থিতি উত্তরণে দায়িত্বশীল আচরণ আশা করেছেন মন্ত্রী।

বিজ্ঞাপন

শনিবার (১৬মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া জাহাজ ও নাবিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, নাবিকদের এবং জাহাজটাকে মুক্ত করে আনা। এটি নিয়ে সরকার কাজ করছে। আমাদের সমন্বিত প্রচেষ্টা আছে। আমরা আশা করছি, সুস্থভাবে নাবিকদের এবং জাহাজটাকে দ্রুত মুক্ত করে নিয়ে আসতে পারবো।’

জিম্মিকাণ্ডে টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদ নিয়ে নিজ থেকে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের টেলিভিশনে কি প্রচারিত হচ্ছে বা এখানে কি হচ্ছে, যারা হাইজ্যাক করেছে তারা কিন্তু সবই দেখছে। স্যাটেলাইটের মাধ্যমে তাদের বাংলাদেশের টেলিভিশন দেখার সুযোগ আছে। এছাড়া এখন ডিজিটাল মিডিয়ার যুগ। সুতরাং এ বিষয়টাকে যখন অতিগুরুত্ব দেয়া হচ্ছে, জিম্মিদের পরিবারের প্রতিক্রিয়া যখন বারবার দেখানো হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই একটা নিগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। হাইজ্যাকারদের অবস্থান অনমনীয় হচ্ছে।’

বিজ্ঞাপন

বিষয়টি সবার সতর্কভাবে দেখা দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে পরিস্থিতি উত্তরণ সহজ হবে। অতীতেও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১০০দিনের মাথায় একই কোম্পানির জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছিল।’

উল্লেখ্য, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ নামে জাহাজটি ২৩ নাবিকসহ দখলে নেয়। জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছিল। চট্টগ্রামের কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস (কেএসআরএম) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজটিকে এখন সোমালিয়া উপকূলের গদবজিরান শহর থেকে প্রায় চার মাইল দূরে নোঙ্গর করে রেখেছ জলদস্যুরা।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিমা প্রদানকারী ও জাহাজ মালিকদের সমন্বয়ে গঠিত সংস্থা ‘পিঅ্যান্ডআই ক্লাব’র মাধ্যমে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের মুক্ত করার প্রচেষ্টা চলছে।

বিজ্ঞাপন

‘নতুন নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়’

ভারতে সম্প্রতি চালু হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিভিন্ন দেশ ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কী- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব আইন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ প্রতিবেশি দেশ হিসেবে আমরা বিষয়টির দিকে নজর রাখছি।’

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি বলে যুক্তরাষ্ট্রের অভিমত প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিন্নমত থাকতেই পারে, যে কোনো দেশের ভিন্নমতকে আমরা সম্মান করি। তবে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ রাষ্ট্র আমাদের সাথে ভবিষ্যতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। পৃথিবীর প্রায় ৮০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সম্পর্ক দ্বিতীয় পর্যায়ে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সুতরাং আমাদের বিবেচনায়, আমাদের এই অঞ্চলের নিরিখে অত্যন্ত সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।’

‘যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়ায় বলেছে, বিরোধী দল অংশগ্রহণ করেনি। বাংলাদেশে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৯টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। কোনো বিশেষ রাজনৈতিক দল অংশগ্রহণ করা না করা, সেটি সরকারের ওপর বর্তায় না, সেটি সেই দলের দায়িত্ব। সেই দল বরং নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল, নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে দেশে সহিংসতা ঘটিয়েছিল। সেই সহিংসতার সাথে যারা যুক্ত ছিল, তাদেরই শুধু গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক আরো ঘনিষ্টতর এবং বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে বলে মন্ত্রী জানান।

সারাবাংলা/আরডি/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন