বিজ্ঞাপন

বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন ইরান কোচ

May 25, 2018 | 8:32 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপ শেষে দলের দায়িত্ব ছাড়বেন ইরান জাতীয় ফুটবল দলের কোচ কার্লোস কুইরোজ। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ বৃহস্পতিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেন।

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পর্তুগালের কোচ হিসেবে থাকার পর ২০১১ সালের এপ্রিল থেকেই ইরানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কুইরোজ। গত বছরের জুনে বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ার প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। এবারের আসরে গ্রুপ ‘বি’ তে থাকা ইরানের প্রতিপক্ষ হিসেবে থাকছে মরক্কো, স্পেন ও পর্তুগাল।

সাত বছর দায়িত্ব পালন শেষে বিশ্বকাপ আসর শেষেই দায়িত্ব ছাড়বেন কুইরোজ। অবশ্য ইরান ফুটবল ফেডারেশন তার সঙ্গে নতুন চুক্তি না করার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি গত বছর এবং এটা সত্য যে, ওরা (ইরান) আমার সঙ্গে এশিয়া কাপ পর্যন্ত ছয় মাসের চুক্তি করতে চেয়েছে, কিন্তু এতে আমার ইচ্ছা পূরণ হবেনা।’

বিজ্ঞাপন

অনেকটা হতাশ হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন কুইরোজ, ‘এতোবছর পর ইরান ফুটবল ফেডারেশন আমার সঙ্গে ছয় মাসের চুক্তি দিল। এতেই আমার কাজের প্রতি তাদের সম্মান ও স্বীকৃতি প্রকাশ পাচ্ছে। এমন প্রস্তাব আমার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। আলোচনা শেষ, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

আগামী ১৫ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হবে ইরানের।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন