বিজ্ঞাপন

বার্সার বিপক্ষে পিএসজিকেই ফেভারিট মানছেন জাভি

March 17, 2024 | 12:45 pm

স্পোর্টস ডেস্ক

চার মৌসুম আগে সবশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তারা। গত কয়েক বছরের হতাশা পেছনে ফেলে আবারও এই টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। জমজমাট এই ম্যাচের আগে কাতালান কোচ জাভি বলছেন, পিএসজি ফেভারিট হিসাবেই মাঠে নামবে।

বিজ্ঞাপন

নিজেদের ইতিহাসের পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে বার্সা। ফুটবলার হিসাবে মেসি-ইনিয়েস্তাদের সাথে নিয়ে শিরোপা জিতেছিলেন জাভিও। অন্যদিকে এখনো এই ট্রফি অধরাই রয়ে গেছে পিএসজির। চ্যাম্পিয়নস লিগে এই দুই দল মুখোমুখি হলেই দেখা যায় জমজমাট লড়াই। সবশেষ ২০২০-২১ মৌসুমে দ্বিতীয় রাউন্ডে দুই লেগ মিলিয়ে বার্সাকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল পিএসজি। এর আগে ২০১৬-১৭ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে হেরেও দ্বিতীয় লেগে সেই অবিশ্বাস্য ফিরে আসায় পিএসজিকে ৬-১ ব্যবধানে হারিয়েছিল বার্সা।

জাভি মনে করেন, দুই দলের লড়াইয়ে পিএসজিই ফেভারিট, ‘আমি তাদেরই ফেভারিট বলব। আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি, তারা জেতেনি। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। আমরা যে টাকা খরচ করে ফুটবলার কিনতে পারি, তারা সেটার কয়েকগুণ বেশি দিয়ে ফুটবলার কিনছে। এজন্যই পরিস্থিতি পাল্টে গেছে।’

মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বার্সা, এমনটাই বিশ্বাস জাভির, ‘আমরা ইতিবাচক হয়েই মুখিয়ে আছি ম্যাচটার জন্য। তারা স্বপ্নে আমাদের হারাতে পারবে না, মাঠেই লড়াই করে জিততে হবে। মাঠেই প্রমাণ হবে কে সেরা। সেখানে নিজেদের প্রতিভা অনুযায়ী খেললে অবশ্যই জয় পাব।’

বিজ্ঞাপন

১০ এপ্রিল কোয়ার্টারের প্রথম লেগে পিএসজির মাঠে খেলতে যাবে বার্সা। ফিরতি লেগে ১৬ এপ্রিল বার্সার স্টেডিয়ামে খেলতে আসবে পিএসজি।

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন