বিজ্ঞাপন

আমি সেবক, এটাই বড় পরিচয়: আইনমন্ত্রী

May 25, 2018 | 9:36 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আমি আপনাদের সেবক। এটাই আমার বড় পরিচয়। আমি দায়িত্ব পালন করেই আনন্দ পাই।’ শুক্রবার (২৫ মে) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি’ আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আপনাদের যদি একটু সেবা করতে পারি সেটাই আমার জন্য অনেক কিছু। আমি সিরাজুল হক সাহেবের ছেলে। এরপরে আমার সব চেয়ে বড় পরিচয় আমি আপনাদের সেবক।’

তিনি বলেন, ‘আমরা যারা ঢাকায় থাকি। কাজের ব্যস্ততায় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে উঠে না। ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির আয়োজনে আজ আমরা এখানে একত্র হতে পেরেছি এজন্য কসবা সমিতিকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা-আখাউড়ার উন্নয়ন সব সময় আমি আপনাদের পাশে থাকতে চাই। যতটুকু উন্নয়ন হয়েছে তার অংশীদার আমি একা নই, আপনারাও।’

বিজ্ঞাপন

দলমত নির্বিশেষে আমাদের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা, বন্ধুত্ব সব সময় অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। শিক্ষা, চিকিৎসাসহ কসবা সমিতি যেসব প্রকল্প গ্রহণ করেছে তাতে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের উদ্দ্যোগ আরও নেওয়া উচিত।’

কসবা উপজেলা সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, ছাত্র-ছাত্রীসহ ঢাকায় অবস্থানরত কসবাবাসীরা ইফতারে অংশ নেন।

সারাবাংলা/এজেডকে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন