বিজ্ঞাপন

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিতা আবৃত্তি করলেন শেখ হাসিনা

May 26, 2018 | 12:38 pm

।। শুভজিত পুততুন্ড, কলকাতা থেকে ।।

বিজ্ঞাপন

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ ঠাকুরবাড়ি ঘুরে দেখেন শেখ হাসিনা। সে সময় তিনি আবৃত্তি করেন রবীন্দ্রনাথের একাধিক কবিতা।

শুক্রবার (২৫ মে) ঠাকুরবাড়িতে প্রবেশের পর প্রথমে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ঘুরে দেখেন গোটা ঠাকুরবাড়ি।

আরও পড়ুন : ছবিতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শেখ হাসিনা ও শেখ রেহানার একবেলা

বিজ্ঞাপন

এর আগে তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন উদ্বোধন ও বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। এরপর দুপুরে তিনি সেখান থেকে হেলিকপ্টারে করে শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশে রওনা করেন।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যাসাচী বসু জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরবাড়ির জাপানি গ্যালারি, চিনা গ্যালারি, মিউজিয়াম, কবির আঁতুড়ঘর ও কবি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই প্রয়াণঘর ঘুরে দেখেন তিনি।’

ঠাকুরবাড়ি বেড়াতে গিয়ে আবেগ আপ্লুত শেখ হাসিনা বলেন, ‘ঠাকুরবাড়ি আমার কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান।’

বিজ্ঞাপন

এ ছাড়া জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একটি বাংলাদেশ গ্যালারি তৈরি করা হবে বলেও জানান শেখ হাসিনা।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন