বিজ্ঞাপন

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখীর প্রতিবাদে ক্যাবের ক্যাম্পেইন

March 20, 2024 | 11:30 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রমজানে ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে নিরাপদ পণ্য প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বিজ্ঞাপন

বুধবার (২০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে এ ক্যাম্পেইন করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা জাতীয় এ সংগঠনটি। এ সময়ে পথচারীদের মাঝে ভোক্তা অধিকারবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পরে কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্রেতা অধিকার নিশ্চিতের আহবান জানান ক্যাব সদস্যরা।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ক্যাবের সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মায়ুন কবির ভূইয়া, সাবেক যুগ্ম সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহা. শওকত আলী খান, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী সদস্য আফরোজা সুলতানা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ও ক্যাব ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, ক্যাব উত্তরা শাখা কমিটির উপদেষ্টা খলিলুর রহমান, ক্যাব উত্তরা কমিটির সভাপতি শাহিনা সুলতানা পপি, ক্যাবের সদস্য ইন্জিনিয়ার মীর রেজাউল করিম ও অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।

এ বিষয়ে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও তা কার্যকর হয়নি। ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি, বাজারের এই অস্থিরতার জন্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী। তাই সিন্ডিকেট ভেঙে ভোক্তাদের স্বস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘আমরা সব মানুষকে তাদের অধিকার আদায়ে এখনও সচেতন করে তুলতে পারিনি। তবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ বিষয়ে গণমাধ্যমকে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের ফসল হিসেবে ২০০৯ সালে সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সৃষ্টি করে। তারা ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করছে। তবে তাদের আইনি বাধ্যবাধকতা থাকায়, জোড়ালো ব্যবস্থা নিতে পারছে না। তাই ভোক্তা অধিদফতরকে ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় হিসেবে গঠন করা প্রয়োজন।’

জামিল চৌধুরী বলেন, ‘পাশের দেশ ভারত ভোক্তা স্বার্থ সংরক্ষণে ১৯৯৭ সালে ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে। কিন্তু বাংলাদেশ এখনো সেটা করতে পারে নাই। ফলে ভোক্তারা দেশে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ভোক্তা অধিকার নিশ্চিতে পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।’

এম শামস এ খান বলেন, ‘ভোক্তা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা ভোক্তাদের কথা বলছি। আমরা আপনাদের কথা বলছি। আমাদের একটাই লক্ষ্য, ভোক্তা অধিকার রক্ষায় ক্রেতাকে সচেতন করে তোলা।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করছে ক্যাব। ক্যাবের দাবির মুখে সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গঠন করেছে। এছাড়াও সরকারের বেশকিছু সংস্থার আইনেও পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ভোক্তাদের জাতীয় এ সংগঠনটি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন