বিজ্ঞাপন

সাফের ফাইনালে মেয়েদের ‘পরিচিত’ প্রতিপক্ষ

December 19, 2017 | 9:02 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

কর্নার পেল বাংলাদেশের বাঘিনীরা। ভুটানের রক্ষণ শিবিরে তখন ত্রাশ। আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ। তহুরা-আখিদের অনুমিত জয়। আর তাতেই সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শিরোপা থেকে এক ধাপ দূরে থাকা বাংলাদেশের সামনে চেনা প্রতিপক্ষ ভারত। এর আগে এই দলের বিপক্ষে ৪ গোলের জয় পেয়েছিল শামসুন্নাহাররা।

ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটা আরেকটি গোলোৎসবের দিন হতে পারতো। স্কোর ৩-০ দেখালেও ম্যাচটা আরও ব্যবধানে জিততে পারতো মেয়েরা। তহুরাদের একের পর এক আক্রমণ বুক পেতে ঠেকিয়েছে ভুটানের মেয়েরা। জমাট বাঁধা রক্ষণ ভাগ ভেঙে গোলের দেখা পেতে মারিয়াদের অপেক্ষা করতে মাত্র ১২ মিনিট। মার্জিয়ার কর্নার থেকে আঁখি খাতুন নিখুত হেডে বল জালে জড়িয়েছেন।

বিজ্ঞাপন

আক্রমণভাগের গোল ব্যর্থতায় প্রধমার্ধ্বে আর কোনও গোল হয়নি। এরপর আবার ৫৫ মিনিটে আঁখির গোল। এবারও কর্নার আসে ওই মার্জিয়ার পা থেকেই। এবার শুধু পা থেকে অসাধারণ শটে বল গিয়ে আছরে পড়ে জালে।

আগের ম্যাচে হ্যাটট্রিক ‘হিরো’ তহুরার বদলি নেমে ভুটান শিবিরে শেষ প্যারেকটি ঠুকে দিলেন সাজেদা খাতুন। বাঁ প্রান্ত থেকে একা বল টেনে গোল করেছেন তিনি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আগামী বৃহস্পতিবার সাড়ে ১১টায় ভারতের মুখোমুখি হবে। নেপালকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দুই জয়ে ফাইনালে উঠেছে ভারত।

বিজ্ঞাপন

ভারতকে নিয়ে বেশ আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন, ‘ভারতের বিপক্ষে আমাদের মেয়েরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে, ভালো কিছুই হবে। আমরা আত্মবিশ্বাসী। অনূর্ধ্ব-১৪তে ভারতকে এর আগেও আমরা দুইবার হারিয়েছি।’

দুই বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ভারতকে ৪-০ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন