বিজ্ঞাপন

‘পরিবহণ সারাবছর ডিসকাউন্টে চলে, ঈদে নেয় নির্ধারিত ভাড়া’

April 1, 2024 | 9:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রতিবছর ঈদের সময় বাস ভাড়া দূরত্ব ভেদে বাড়ানো হয়। সেটা কখনো কখনো সীমা অতিক্রম করে ফেলে। যে কারণে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এ নিয়ে যাত্রী কল্যাণ সমিতিসহ সংগঠনগুলো প্রতিবাদ জানালেও পরিস্থিতির পরিবর্তন দেখা যায় না। বিষয়টি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, পরিবহণ সারাবছর ডিসকাউন্টে চলে, ঈদের সময় নেয় সরকার নির্ধারিত ভাড়া।

বিজ্ঞাপন

সোমবার (১ এপ্রিল) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ঈদের সময় বাসভাড়া দ্বিগুণ হয়ে যায় কেন?— এমন প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘আমি জানি এটি একটি বিতর্কিত বিষয়। কিছুক্ষণ আগে এটি নিয়ে আলোচনা হয়েছে। বিমানের ভাড়া বাড়ছে না কি কমছে? বিমান কি যানবাহন নয়? বিমান অবশ্যই গণপরিবহন। বাসের ক্ষেত্রে দেখেন— ঢাকা থেকে যাচ্ছে, পরে সেই গাড়িটা কিন্তু ফাঁকা আসছে। সেখানে অনেক সময় তারা ভাড়া কিছুটা বাড়ায়। তাও খুব বেশি না, ডাবল নেয় না।’

বাড়তি ভাড়া নেওয়াকে আপনি বৈধতা দিচ্ছেন কি না?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাড়তি ভাড়া কোনটা? বাড়তি ভাড়া বলতে সবসময় যেটা নেয় তার চেয়ে বেশি নেওয়া। কিন্তু সেখানে ডিসকাউন্ট আছে। দেখা যায় একটি রুটের ভাড়া সবসময়ের জন্য ৫০০ টাকা। কিন্তু সারাবছর সেটা ১০০ টাকা ডিসকাউন্টে চলে। ঈদের সময় হয়তো ওই ১০০ টাকা বাড়তি নেওয়া হয়। সেটাকে বাড়তি ভাড়া মনে করা ঠিক নয়।’

বিজ্ঞাপন

তার মানে কি পরিবহণ সারাবছর লোকসানে চলে?— এর উত্তরে তিনি বলেন, ‘পরিবহণ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পরিসংখ্যান আছে। আর এসব পরিসংখ্যান পরিবহণ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। মালিকরা যতই বলুক তারা ভাড়া বৃদ্ধি করবে না; কিন্তু দেখা যায় মালিকরাই ভাড়া বেশি নিয়ে থাকে। ওই যে সারাবছর যেটা ডিসকাউন্টে চালায় সেটাই বাড়ে। যে ভাড়া সরকারিভাবে নির্ধারিত তার ওপর তারা সারাবছর ডিসকাউন্ট দেয়।’

তিনি জানান, তেলের দাম কমায় বাস ভাড়া সমন্বয় করা হবে, সেটি নিয়ে আজ বৈঠকে কথা হয়েছে। মালিকরাও বলেছেন, মন্ত্রীও বলেছেন— এটি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।

এদিকে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, তেলের দাম সমন্বয়ে মালিকরা সম্মত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন