বিজ্ঞাপন

‘বিদেশি পর্যবেক্ষকদের প্রতিবেদন দেখে আউয়াল কমিশনের সুপারিশ’

April 3, 2024 | 5:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের দেওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবেদন দেখে পরবর্তী কমিশনের জন্য সুপারিশ রেখে যাবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই-আইআরআইসহ বিভিন্ন সংস্থা নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, ‘আমরা তাদের রিপোর্ট দেখেছি। ফরমালি বসতে পারিনি। আমাদের সময়ে আর তো জাতীয় নির্বাচন হবে না। কাজেই অনেক সময় আছে। আমাদের মধ্যে আলোচনাও হয়েছে। তারা আমাদের ভালো দিক এবং দুর্বল দিক কী দেখেছে- সেগুলো সামারি করতে বলা হয়েছে। ইসি সচিবালয় খসড়া করেছিল, আমরা বিস্তারিতভাবে ফের করতে বলেছি। এক্ষেত্রে পর্যালোচনা করে আমরা পরবর্তী কমিশনের জন্য সাজেশন (পরামর্শ) রেখে যাব।’

এক প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, ‘তারা টোটাল নির্বাচন নিয়ে মতামত দিয়েছে। প্রার্থী, দল, সরকার, ভোটকেন্দ্র নানা বিষয়ে কথা বলেছে। আমরা কেবল আমাদের দিকটা দেখব। তারা যে সুপারিশ করেছে সেটা করা যায় কি না সেটা আমরা দেখব। যেগুলো করা সম্ভব সেগুলো পরবর্তী কমিশনের জন্য সুপারিশ রেখে যাব।’

বিজ্ঞাপন

অন্য এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘তারা একটা (প্রতিবেদনের) জায়গায় বলেছে, ভোটে কারচুপি হয়েছে বেশ কয়েকটা কেন্দ্রে, যেখানে কমিশন ব্যবস্থাও নিয়েছে। কমিশন অবহেলা করেছে, এমন তো তারা বলেনি। তারা কমিশনের বিরুদ্ধে নেতিবাচক কিছু বলেনি।’

তিনি বলেন, ‘প্রশাসনে রদবদল হয়েছে- এগুলোও প্রতিবেদনে আছে। টোটাল গণতান্ত্রিক বিষয় তো আর নির্বাচন কমিশন দেখে না। তারা নির্বাচন কমিশন নিয়ে খারাপ কিছু বলেনি। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করেছি। কতটা গ্রহণযোগ্য হয়েছে সেটা দলগুলোর ওপর ছেড়ে দিয়েছি।’

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৮টি দল অংশ নিলেও নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে বিএনপিসহ অন্য দলগুলো ভোট বর্জন করে। ওই সময় নির্বাচনি কিছু সহিংস ঘটনাও ঘটে। রেলে অগ্নিসংযোগে প্রাণহানিও হয়। তবে ভোটের দিন তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। অনেক শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে ফের সরকার গঠন করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন