বিজ্ঞাপন

‘হামলা-ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

April 4, 2024 | 7:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা যেই ঘটাক আমরা চিহ্নিত করে ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ ঘটনার পেছনে ভূ-রাজনৈতিক কোনো বিষয় আছে কি না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এখনো এ ধরনের কোনো তথ্য নেই। অনেক কিছু হতে পারে। তথ্য না জেনে আমরা কিছু বলতে পারি না।’

নির্বাচনের আগে দেখা গেছে, বাসে আগুন, ট্রেনে আগুন- বর্তমানে বিভিন্ন জায়গায় আগুন তার ধারাবাহিকতা কি না?- এ প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবকিছু আমরা দেখছি। একের পর এক আগুন লাগাটাও আমার কাছে আশ্চর্য লেগেছে। অল্প সময়ের মধ্যে এত শিল্প-কারখানায় আগুন লাগার পেছনে কোনো রহস্য আছে কি না আমরা দেখছি। দেখে ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন?- জবাবে মন্ত্রী বলেন, ‘তিনি পরিষ্কার করে নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা এটুকুই এদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে হবে। এমন নির্দেশনা তিনি সবসময় দিয়ে থাকেন।’

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘কুকি চিনের আস্তানা র‍্যাব ও সেনাবাহিনী নিশ্চিহ্ন করে দিয়েছিল। সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে তারা আশ্রয় নিয়েছিল। এখন তারা মাঝে মাঝে আসছে। তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে জানায়, তারা শান্তি চায়। কিন্তু হঠাৎ করে আক্রমণ, হঠাৎ করে ব্যাংক ডাকাতি- আমাদের কাছেও নতুন বিষয় বলে মনে হচ্ছে।’

যারা এসব ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন