বিজ্ঞাপন

ডুসাফের নেতৃত্বে সাজিন-তুহিন

April 5, 2024 | 12:33 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী’র (ডুসাফ) সভাপতি হিসেবে সাজিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে ইউসুফ তুহিন দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি লোকমান হোসেন তানান এবং সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ (বাবু) এই কমিটির অনুমোদন দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডুসাফ।

সভাপতির দায়িত্ব পাওয়া সাজিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ইউসুফ তুহিন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী।

ঘোষিত আংশিক কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আবিদ রহমান ও ইফাজ আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবির হাসান মোহাম্মাদ ফাহিম ও অপূর্ব দাস। এ ছাড়া মোহাম্মাদ আমির উদ্দিন ভুঁইয়া মাহি ও অপরাজিতা বণিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির সভাপতি সাজিন চৌধুরী বলেন, ‘আমাদের ফেনী ছোট্ট একটি শহর। ফেনী থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়। আমাদের কমিটির লক্ষ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর সব শিক্ষার্থীকে একসঙ্গে নিয়ে কাজ করা, তাদের সুবিধা-অসুবিধা দেখাশোনা করা। এছাড়া ফেনী থেকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীরা চান্স পায়, এ ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করা। এজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ফেনীতে কিছু কর্মসূচি গ্রহণ করার বিষয়েও চিন্তাভাবনা আছে।’

সাধারণ সম্পাদক মো. ইউসুফ তুহিন বলেন, ‘ডুসাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেনীর শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। ডুসাফের সাধারণ সম্পাদক হওয়া একইসঙ্গে আমার জন্য আনন্দের এবং গর্বের। অতীতের ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনীর শিক্ষার্থীদের যেকোনো বিপদে-আপদে পাশে থাকতে চাই।’

তুহিন আরও বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের। ফেনীর স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পদার্পণ করতে পারে, সে জন্য ফেনীতে বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষা সেমিনার আয়োজন এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত গাইডলাইন প্রদান কর্মসূচি প্রণয়ন করার পরিকল্পনাও আমাদের রয়েছে। যেকোনো সামাজিক অন্যায়, অবিচারের বিরুদ্ধে বরাবরের মতো ডুসাফ উচ্চকিত কণ্ঠস্বর হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন