বিজ্ঞাপন

‘পুলিশকে ট্যাকা না দিলে আমগো এইহানে দাঁড়াইবার দিব না’

April 10, 2024 | 12:01 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: ঈদে নির্বিঘ্নে ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিতে সরকারের চেষ্টা চলছে পুরোদমে। তবে সেই চেষ্টার ফাঁকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চিত্র কিছুটা ভিন্ন। সড়কে যানজট না থাকলেও রয়েছে যাত্রীর চাপ। ফলে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ট্রাক-পিকআপে যাত্রী বহন করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ট্রাক-পিকআপে যাত্রী নেওয়া নিষিদ্ধ হলেও সেই নিষেধাজ্ঞা অমান্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কয়েকজন ট্রাফিক পুলিশ সহযোগিতা করছে বলে অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। ট্রাক-পিকআপে সুকৌশলে যাত্রী তোলায় সহযোগিতা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় পুলিশ বক্সের বিপরীত পাশের মহাসড়ক ও ফুটপাতে সারি সারি ট্রাক-পিকআপ দাঁড়িয়ে আছে। সেখানে পার্কিং করা গাড়িতে মই দিয়ে যাত্রী ওঠানোর কাজ চলছে। এ সময় ট্রাফিক পুলিশের একাধিক সদস্য ট্রাকের পাশ দিয়ে হাঁটাহাঁটি করলেও যানবাহনগুলোর বিরুদ্ধে কোনোপ্রকার ব্যবস্থা নিতে দেখা যায়নি।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন চালক সারাাবংলার এই প্রতিনিধিকে বলেন, ‘এখানে দাঁড়িয়ে যাত্রী তুলছি, সেজন্য পুলিশকে একহাজার টাকা দিতে হবে। পুলিশের সঙ্গে কথা না বলে এখানে দাঁড়ানো যাবে না।’

মামুন নামে এক ট্রাকচালক সারাবাংলাকে বলেন, ‘গাড়ির কাগজ নিয়ে গেছে। কাগজ নেওয়ার সময় পুলিশ বলেছে, যাত্রী উঠানো হয়ে গেলে উনার সঙ্গে দেখা করতে হবে। তখন খরচ দিলেই কাগজ দিয়ে দেবে।’

ময়মনসিংহগামী ট্রাকের চালক আকরাম সারাবাংলাকে বলেন, ‘পুলিশকে ট্যাকা না দিলে আমগো এইহানে দাঁড়াইবার দিব না। সব কিছু হেগো (পুলিশ) ক্ষমতায় চলে। আগে আইসা কথা বইলা গেছি। এহন গাড়িত যাত্রী উঠাইতাছি।’

বিজ্ঞাপন

সড়কের পাশে দাঁড়িয়ে ট্রাক-পিকআপে যাত্রী বহনের বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সদস্য তাহের সারাবাংলাকে বলেন, ‘আমার স্যার (সার্জেন্ট) আছেন। স্যারের সঙ্গে কথা বলেন। আমি কিছু বলতে পারব না।’

ট্রাক-পিকআপে যাত্রী পরিবহনের বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মমিন সারাবাংলাকে বলেন, ‘কে টাকা নিয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না। আমি আমার পুলিশদের বলেছি, কেউ গাড়ির কাছে যাবেন না। আপনি সত্য-মিথ্যা যাচাই করেন।’

তিনি আরও বলেন, ‘ফ্লাইওভারে অনেক জ্যাম। গরিব মানুষ গ্রামে যাবে। তাই ট্রাকে কয়েকজন যাত্রী উঠাচ্ছে। ট্রাকে গেলে ভাড়া কিছুটা কম লাগে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন