বিজ্ঞাপন

ছুটি কাটিয়ে ফের শুরু হচ্ছে ক্রিকেটের ব্যস্ততা

April 14, 2024 | 6:17 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছুুটির আমেজ এখনো বিরাজমান। ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। এর মধ্যেই চলে এসেছে বাঙালী জাতীর সবচেয়ে বড় অনুষ্ঠান পহেলা বৈশাখ। এদিকে, ছুটির আমেজের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের ব্যস্ততা।

বিজ্ঞাপন

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ড। দশম রাউন্ডকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুশীলন করতে দেখা গেল মুশফিকুর রহিমকে। আঙুলের চোট পেয়ে শ্রীলংকা সিরিজের মাঝখানে ছিটকে পড়া মুশফিক প্রিমিয়ার লিগের দশম রাউন্ড দিয়ে মাঠে ফিরছেন। প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন মুশফিক।

আগামীকাল মিরপুরে অপরাজেয় আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলতে নামবে মুশফিক, তামিম ইকবালদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। কাল ফতুল্লায় মুখোমুখি হবে শেখ জামাল ও পারটেক্স। বিকেএসপির ৩ নম্বার মাঠে গাজী টায়ার্সের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগের বাইরেও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা বাড়ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুই-এক দিনের মধ্যেই ফিটনেস টেস্ট দিতে হবে ক্রিকেটারদের।

আগামী মাসের প্রথম থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ এপ্রিল বাংলাদেশ আসার কথা জিম্বাবুয়ের। ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।  মিরপুরে  সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ১০ ও ১২ তারিখে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হতেই বিশ্বকাপ খেলতে  ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের পথ ধরবেন বাংলাদেশি ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন