বিজ্ঞাপন

চেন্নাইয়ের অনুরোধে মোস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

April 15, 2024 | 9:35 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএল খেলছেন মোস্তাফিজুর রহমান। আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আইপিএলের মাঝপথেই ফিরতে হচ্ছে দুর্দান্ত ছন্দে থাকা মোস্তাফিজকে। তবে চেন্নাইয়ের অনুরোধে মোস্তাফিজের ছুটি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

আইপিএল খেলতে মোস্তাফিজকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল বিসিবি। সূচিতে ১ মে চেন্নাইয়ের একটি ম্যাচ আছে। ফলে অন্তত সেই ম্যাচ পর্যন্ত মোস্তাফিজের ছুটি বাড়ানোর অনুরোধ করেছিল চেন্নাই। তাতে সাড়া দিয়েছে বিসিবি।

১ দিন ছুটি বাড়ানো হয়েছে বাঁহাতি পেসারের। ১ মে চেন্নাইয়ের ম্যাচ শেষে দেশের বিমান ধরবেন মোস্তাফিজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস।

১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে চেন্নাইয়ে। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরর্ম করেছেন মোস্তাফিজ। পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে উইকেটশিকারীদের তালিকায় বাংলাদেশি পোসর তৃতীয়। তালিকার শীর্ষে তাকা যুগবেন্দ্রন চাহাল মোস্তাফিজের চেয়ে একটা উইকেট বেশি নিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী মাসের শুরু থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩ মে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।  সিরিজ শেষ হবে ১২ মে।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুই সিরিজের মাঝখানে সপ্তাহখানেক সময় থাকলেও মোস্তাফিজকে আইপিএলের জন্য আর ছাড়বে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন