বিজ্ঞাপন

শুরু হবে বহুতল ভবনের নির্মাণকাজ, বঙ্গবাজারে অস্থায়ী দোকান অপসারণ

April 15, 2024 | 10:09 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর পর বঙ্গবাজারে নতুন করে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এর জন্য ভেঙে ফেলা হচ্ছে অস্থায়ীভাবে নির্মিত দোকানপাট। ২০২৩ সালের ৪ এপ্রিল ভয়াবহ অগিকাণ্ডে ভস্মীভূত হওয়ার পর ঘুরে দাঁড়াতে অস্থায়ী দোকান খুলে বসেছিলেন এখানকার ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৫ এপ্রিল) সেসব অস্থায়ী দোকান অপসারণ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের আগেই দোকান ভাঙার নোটিশ দেওয়ায় ব্যবসায়ীরা আগেই মালামাল সরিয়ে ফেলেছিলেন বলে ডিএসসিসি জানিয়েছে।

আরও পড়ুন- বঙ্গবাজারে ফের অপরিকল্পিত দোকান, বহুতল ভবনের কাজ শুরু ‘ঈদের পর’

গত ১৩ মার্চ এক অনুষ্ঠানে ঈদুল ফিতরের পরেই পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছিলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিজ্ঞাপন

সোমবার বঙ্গবাজারে গড়ে তোলা অস্থায়ী দোকানগুলো সিটি করপোরেশন ভেঙে দেয়। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

মেয়র ঘোষণা দিয়ে বলেন, ঈদের পরেই আমরা সেখানে নতুন মার্কেট নির্মাণ কাজে হাত দেবো। আমাদের দরপত্র কার্যক্রম প্রায় শেষ। সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আবারও তাদের সেখানে উঠিয়ে দিতে পারব। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এক বছর আগে আগুনে সব হারিয়ে পথে বসেছিলেন ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী আধুনিক মার্কেট গড়ে ওঠার অপেক্ষায় তারা ব্যবসা বন্ধ রেখেছিলেন দীর্ঘ দিন। কিন্তু সিটি করপোরেশন সেই বহুতল ভবন নির্মাণে দেরি করায় শেষ পর্যন্ত কাঠ-বাঁশের কাঠামোর ওপরে ত্রিপলের ছাউনি দিয়ে দোকান তৈরি করেছিলেন তারা। ১৫ রমজানে নোটিশ পেয়ে ঈদের পরপরই মালামাল সরিয়ে ফেলতে থাকেন তারা।

দোকান থেকে মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

অস্থায়ী মার্কেট অপসারণের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের পর মার্কেট পুনর্নির্মাণের উদ্দেশ্যে অস্থায়ী দোকান অপসারণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়াসাপেক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন নির্দিষ্ট করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন