বিজ্ঞাপন

যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ

April 17, 2024 | 11:26 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা-জামালপুর রুটের ট্রেন যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের তেজগাঁয়ে লাইনচ্যুত হয় ট্রেনটি। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা ৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারের তেজগাঁয়ে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে ঢাকার কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আপাতত এক লাইনে সামলাতে হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার সারাবাংলাকে জানান, যমুনা এক্সপ্রেস লাইনচ্যুতের কারণে ঢাকার কমলাপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ একটি লাইন দিয়ে চালু রাখা হয়েছে। এখন উদ্ধার কাজ চলছে। শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন