বিজ্ঞাপন

সরলো যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি, ট্রেন চলাচল স্বাভাবিক

April 17, 2024 | 12:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর তেজগাঁয়ের কারওয়ান বাজারে ঢাকা-জামালপুর রুটের যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি সরানো হয়েছে। এতে করে প্রায় দুই ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টা দিকে বগিটি উদ্ধার করে পুনরায় লাইনে ফেরত আনা হয়। এর আগে, সকাল ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের তেজগাঁয়ে লাইনচ্যুত হয় ট্রেনটি।

উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া রেলওয়ের কর্মকর্তারা জানান, অতিরিক্ত গরমের কারণে লাইন বাঁকা হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখনই তা নিশ্চিত করে বলা যাবে না। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেন লাইনচ্যুত হলে কিছু সময় ট্রেনগুলো বিলম্বে চলেছে। যেহেতু ডাবল, সেজন্য একটি লাইন দিয়েই আপ-ডাউন দুই ট্রেনই চলছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন