বিজ্ঞাপন

‘আগের চেয়ে প্রস্তুত রুবেল’

May 27, 2018 | 6:43 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মূলত তিনি বোলারদের অভিভাবক, কাজ করেন তাদের নিয়েই। তবে নিদাহাস ট্রফির পর থেকে কোর্টনি ওয়ালশের কাঁধে বাড়তি দায়িত্ব, অন্তবর্তীকালীন কোচ হিসেবে সবার অভিভাবক হয়ে যাচ্ছেন ভারতে। তবে বোলারদের নিয়েই রোববার (২৭ মে) সংবাদ সম্মেলনে বেশি কথা বলতে হলো তাকে। সেখানেই ওয়ালশ বললেন, এখন আগের চেয়েও বেশি তৈরি পেসার রুবেল হোসেন।

নিদাহাস ট্রফির ওই ফাইনালের দুঃস্বপ্ন রুবেলকে হয়তো অনেক দিন তাড়া করে ফিরবে। আগের তিন ওভার দারুণ করে রুবেলের ওই ওভারেই ম্যাচটা ফসকে গিয়েছিল বাংলাদেশের হাত থেকে। তবে ওয়ালশ বলছেন, রুবেল এখন আগের চেয়েও বেশি পরিণত।

‘আমাদের রুবেলকে সাহায্য করতে হবে। আমার মনে হয় সবাই তার পাশেই আছে। কেউ কেউ হয়তো মনে করতে পারে, সে দলকে ডুবিয়েছে। কিন্তু সে বাকিদের চেয়ে ভালো করেছিল। আর ম্যাচে একটা বা দুইটা বাজে বল পুরো পরিস্থিতিটাই বদলে দেয়। তার একটা বাজে বল ছিল, সেটার জন্যই মূল্য দিতে হয়েছে। তবে ক্রিকেটে এমন হয়। ভালো ব্যাপার হচ্ছে, সে যেটা ভেবেছে সেটা করে দেখতে চেয়েছে। ব্যাটসম্যান তার চেয়ে ভালো ছিল। এই যা! আবার এরকম হলে রুবেল আগের চেয়েও ভালোভাবে প্রস্তুত। আমার মনে হয় এখন ওর হাতে বিকল্পও বেশি থাকবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গক্রমে উঠল মোস্তাফিজুর রহমানের কথাও। আইপিএলে মুম্বাইয়ের হয়ে লম্বা সময়ের পর ফিরেছেন দেশে। তবে ওয়ালশ জানালেন, এখনও কিছুটা সমস্যা আছে ফিজের পায়ের পাতায়, ‘এই মুহূর্তে মোস্তাফিজের পায়ের পাতায় একটু সমস্যা আছে। এখনও ১০০ ভাগ আছে বলা যাবে না। তাকে দুই দিন বিশ্রাম দিয়েছি। ভারতে আমরা পুরো ফর্মের মোস্তাফিজকে পেতে চাই। সে নিজের শক্তি ফিরে পাচ্ছে। পেসও বাড়ছে। আমার মনে হয় সে ভালো করবে ভারতে। তবে শুধু রুবেল বা ফিজ নয়, বাকিদেরও ভালো করতে হবে। আমাদের স্পিনাররা তো সব সময় ধারাবাহিক, আমি চাই পেসাররাও নিজেদের কাজটা ঠিকভাবে করুক। ’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন