বিজ্ঞাপন

নৈরাজ্য চলতে থাকলে গৃহযুদ্ধ অনিবার্য: নুরুল হক

April 19, 2024 | 11:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতের লুটপাটসহ নানা নৈরাজ্য চলছে। এভাবে নৈরাজ্য চলতে থাকলে জনগণ হাতে অস্ত্র তুলে নেবে, গৃহযুদ্ধ অনিবার্য।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

নুরুল হক নুর বলেন, ‘ব্যাংকি খাতের লুটপাটের সঙ্গে এমপি, মন্ত্রী, সুবিধাবাদী আমলারা জড়িত। ব্যাঙের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে। যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে, লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি, কেএনএফ এই সরকারের গোয়েন্দা সংস্থা সৃষ্টি করেছে। সরকার বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করেছে। এসবের সাথে ভারতের সম্পর্ক রয়েছে, ফলে ভারতের বিরুদ্ধে গিয়ে কেএনএফকে সরকার কিছু করতে পারবে না। এই নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়েছে, ছাত্র থাকা অবস্থায় কারা তাকে সহযোগিতা করেছে, কারা পৃষ্ঠপোষকতা করেছে সেটা চিন্তা করুন। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশের নিরাপত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলেছে। এভাবে নৈরাজ্য চলতে থাকলে জনগণ হাতে অস্ত্র তুলে নেবে, গৃহযুদ্ধ অনিবার্য।

বিজ্ঞাপন

গ্রেফতারি পরোয়ানার বিষয়ে নুরুল হক বলেন, ‘এসব গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমরা ভীত নই, এই সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেফতারি পরোয়ানা আছে। জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় নির্বাচনের নামে প্রহসন করছে। জাতীয় নির্বাচনের মতো বিরোধী দলসমূহ স্থানীয় নির্বাচনও বর্জন করছে। আমরা সবাইকে অনুরোধ করবো কেউ নির্বাচনে অংশ নেবেন না, ভোটকেন্দ্রে যাবেন না।’

ভারত খেদাও আন্দোলন দেশে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে নুর আরও বলেন, ‘ফলে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ জানে ভারত খেদাও আন্দোলন মানেই ভারতীয় মদদপুষ্ট আওয়ামী লীগ খেদাও আন্দোলন। তাই এখন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সরকার হয়রানি করছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন