বিজ্ঞাপন

অবকাশ শেষে বিচারপ্রার্থীদের পদচারণায় মুখর সুপ্রিম কোর্ট

April 21, 2024 | 11:58 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অবকাশকালীন, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখসহ টানা ৩০ দিন ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিট থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয়। টানা ৩০ দিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উচ্চ আদালত প্রাঙ্গণ।

গত ২২ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টে সব ধরনের ছুটি মিলিয়ে চলতি বছরে ১৮০ দিন ছুটি রয়েছে। তবে এ সময়ে চেম্বার জজ আদালত ও হাইকোর্ট বিভাগের উল্লেখযোগ্য বেঞ্চে বিচারকার্য পরিচালিত হয়।

সারাবাংলা/কেআইএফ/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন