বিজ্ঞাপন

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ২ জেলে আহত

April 21, 2024 | 1:54 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলার নাফ নদীতে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) সকালে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেন।

গুলিবিদ্ধরা হলেন— শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক। এর মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক।

আহত জেলে ও স্বজনরা জানান, রোববার সকালে মাছ ধরার জন্য ১০ জন জেলে নাফ নদীতে যান। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা। এতে দু’জন গুলিবিদ্ধ হয়। জেলেদের দাবি তারা বাংলাদেশের জলসীমায় অবস্থানকালে গুলি করা হয়।

বিজ্ঞাপন

টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি জানান, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের ওপার থেকে ছোঁড়া গুলিতে ২ জন আহত হয়। কিন্তু কারা গুলি করেছে এখনো বলা যাচ্ছে না। আহতদের মধ্যে মোহাম্মদ ফারুককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ওএফএইচ/এনএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন