বিজ্ঞাপন

রাজধানীতে সিএনজি ধাক্কায় পরিচ্ছন্নকর্মী নিহত

April 21, 2024 | 3:11 pm

স্টাফ করেসপেন্ডেন্ট

ঢাকা: রাজধানীর নতুনবাজারে সিটি কর্পোরেশনের ময়লার ডিপোর সামনে সিএনজির ধাক্কায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক পরিচ্ছন্নকর্মী মারা গেছেন।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) সকাল ৬টার দিকে গুলশান থানাধীন নতুনবাজার ময়লার ডিপোর সামনে আব্দুর রাজ্জাককে সিএনজি ধাক্কা দেয়। তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান তিনি।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাসিব হোসেন জানান, মৃত ব্যক্তি উত্তর সিটি কর্পোরেশনের ময়লার ভ্যান চালাতেন। জানা গেছে, সকালে তিন চাকার ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

মো. হাসিব হোসেন আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া সিএনজিকে শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন