বিজ্ঞাপন

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের রোডমার্চ

April 21, 2024 | 4:28 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ভারতের একতরফা পানি প্রত্যাহার আর বাংলাদেশ সরকারের নতজানু নীতির প্রতিবাদে এবং তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। রোববার (২১ এপ্রিল) ঢাকা-তিস্তা ব্যারেজ রোডমার্চের উদ্বোধনী সমাবেশে এই আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তিন দিনব্যাপী ঢাকা-তিস্তা ব্যারেজ অভিমুখে রোর্ডমার্চ-শুরু করেছে।

বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশ আজ মরুকরণের হুমকির মুখে। শুধু তিস্তা নয় ভারত থেকে বাংলাদেশে আসা ৫৪টি নদীর ৫১টিতে ভারত একতরফা বাঁধ দিয়ে সব প্রকার আন্তর্জাতিক নিয়ম নীতি লংঘন করে পানি প্রত্যাহার করছে। ভারতের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নদীমাতৃক সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ অনিবার্যভাবে মরুভূমির দেশে পরিণত হবে।’

সমাবেশে সংহতি জানিয়ে নদী ও পানি গবেষক শেখ রোকন বলেন, ‘২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে এসে সমঝোতা স্মারক করলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন সময়ে এসে প্রায় ৩৫ বার প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু নিয়ে গেলেও তিস্তাসহ পানির ন্যায্য হিস্যাদর চুক্তি করলেন না।’

বিজ্ঞাপন

সমাবেশে নেতারা বলেন, ‘তিস্তা চুক্তি করতে না পারলে জনগণকে আন্দোলনের মাধ্যমেই পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং নতজানু সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে।’

রোডমার্চটি বিকেল ৫টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে সমাবেশ করে শেষে রোডমার্চ বগুড়া গিয়ে রাত্রিযাপন করবে। আগামীকাল ২২ এপ্রিল রোডমার্চ বগুড়া থেকে বিভিন্ন স্থানে সমাবেশ করে রংপুরে রাত্রীযাপন করবে এবং তৃতীয় দিন ২৩ এপ্রিল সকাল ১০টায় রংপুর প্রেসক্লাব থেকে মেডিকেল মোড়, পাগলাপীর, বড়ভিটা, জলাঢাকা, ভাদরুদরগা, ডিমলা, শুটিবাড়ী, তিস্তা ব্যারেজ ঘুরে ডিমলা শহীদ মিনারে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উদ্বোধনী সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী ও কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন