বিজ্ঞাপন

রূপনগরে প্রাইভেটকারের ভেতরে শিশু ধর্ষণ, কিশোর আটক

April 21, 2024 | 11:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় গ্যারেজে প্রাইভেটকারের ভেতরে এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত (১২) বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনার শিকার ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে শিশুটির বাবা বলেন, ‘আমাদের বাসা রূপনগর আবাসিক এলাকায়। সন্ধ্যায় পাশেই একটি গ্যারেজে প্রাইভেটকারের ভেতর থেকে মেয়ের চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে আমার শিশু বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে মেয়েকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘শিশু নির্যাতনের ঘটনায় ১২ বছরের এক কিশোরকে আটক করে থানা আনা হয়েছে। শিশুটি মারা গেছে বলে গুজব ছড়ানো হয়েছিল। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসারা জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘অভিযুক্ত কিশোর রাজশাহী থেকে ঢাকার রূপনগরে তার চাচার বাসায় একটি বিয়ের দাওয়াতে এসেছে। সে মেয়ে শিশুটিকে গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন