বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি, নজরদারিতে সচিবও

April 21, 2024 | 11:44 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্ত্রীকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই সনদ বাণিজ্যের ঘটনায় সন্দেহের তালিকায় থাকা কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে ওএসডি করে অধিদফতরে ন্যস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘তার জায়গায় বোর্ডের পরিচালক অধ্যাপক মামুন উল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে গতকাল শনিবার (২০ এপ্রিল) রাতে চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

পরে রোববার এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ‘সনদ জালিয়াতির সঙ্গে বোর্ডের অনেকেই জড়িত। সবাই টাকা খেয়ে চুপ থেকেছে। একটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছে। এর সঙ্গে জড়িত সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করব। প্রয়োজনে চেয়ারম্যানকেও আইনের আওতায় আনা হবে।’

তবে চেয়ারম্যানকে ওএসডি করার পর আটক বা গ্রেফতার করা হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ডিবি লালবাগ বিভাগের উপ কমিশনার মশিউর রহমান বলেন, ‘চেয়ারম্যানকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এজন্য তাকে নজরদারিতে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

অন্যদিকে, ডিবির এক কর্মকর্তা জানিয়েছে, এ ঘটনায় কারিগরি বোর্ডের সচিবও নজরদারিতে আছেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন