বিজ্ঞাপন

অবিশ্বাস্য পাঞ্জাব-কলকাতা ম্যাচে যত রেকর্ড

April 27, 2024 | 10:19 am

স্পোর্টস ডেস্ক

এবারের আইপিএলের দলগুলোর রানবন্যা অবাক করেছে সবাইকেই। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংস যা করেছে সেটাই কোন বিশেষণেই বিশেষায়িত করা যায় না। কলকাতার দেওয়া ২৬২ রানের পাহাড়সম টার্গেট জনি বেইরস্টোর দুর্দান্ত এক ইনিংসে ছুঁয়ে ইতিহাস করেছে পাঞ্জাব। আইপিএল তো বটেই, পুরুষদের টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। একই সাথে এই ম্যাচে হয়েছে আরও কিছু রেকর্ড।

বিজ্ঞাপন

কলকাতার করা ২৬১ রানের বিশাল লক্ষ্য ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব। বেইরস্টোর ৪৮ বলে ১০৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংসে অবিশ্বাস্য এক জয় পেয়েছে পাঞ্জাব। আইপিএলে এটিই সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। একই সাথে পুরুষদের টি-২০ ক্রিকেটের ইতিহাসেও এটি সর্বোচ্চ রান তাড়া করার নতুন রেকর্ডও। এই ম্যাচে ভেঙেছে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ২৫৯ রান তাড়া করার রেকর্ড।

পাঞ্জাব-কলকাতা ম্যাচে দুই দল মিলে ছক্কা হাঁকিয়েছে ৪২টি। এবারের আইপিএলেই হায়দরাবাদ-মুম্বাই ম্যাচের ৩৮ ছক্কার রেকর্ড ভেঙে টি-২০ ও আইপিএলে এটি এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।

পাঞ্জাব-কলকাতা ম্যাচে মোট রান হয়েছে ৫২৩। টি-২০ ক্রিকেটে এক ম্যাচে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ৫৪৯ রানে সবার উপরে আছে বেঙ্গালুরু-হায়দরাবাদের গত সপ্তাহের ম্যাচটি।

বিজ্ঞাপন

রান তাড়া করার সময় ২৪টি ছক্কা হাঁকিয়েছে পাঞ্জাব। রান তাড়ায় টি-২০ ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২৬ ছক্কা হাঁকিয়ে সবার উপরে আছে নেপাল, তারা এটি করেছি মঙ্গোলিয়ার বিপক্ষে।

কলকাতার বিপক্ষে জয়ে ৭বার ২০০ রানের বেশি টার্গেট তাড়া করল পাঞ্জাব। টি-২০ ক্রিকেটে এটিই সর্বোচ্চ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন