বিজ্ঞাপন

আফগানিস্তানকেই ফেবারিট মানলেন সাকিব

May 28, 2018 | 2:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

আইপিএলে লম্বা একটা মৌসুম শেষে ফিরেছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনালে গিয়েও শিরোপাটা পাওয়া হয়নি, সেটা নিয়ে খুব একটা অবশ্য আক্ষেপ নেই সাকিব আল হাসানের। তবে, আফগানিস্তান সিরিজ নিয়েই কথা হলো বেশি। আগের রাতে আইপিএলের ফাইনাল খেলে সোমবার (২৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব কোনো রাখঢাক না করেই বলে দিলেন র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে আফগানিস্তানই ফেবারিট।

এই প্রথম আইপিএলের কোনো আসরে সবগুলো ম্যাচই খেলেছেন সাকিব (শুরু থেকে ১৭ ম্যাচ)। কাল রাতের ফাইনালে ব্যাট হাতে শুরুটাও করেছিলেন দারুণ, কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। পরে বল হাতে ১ ওভার করার সুযোগ পেয়েছিলেন। সাকিবের সেই বড় রান করতে না পারার একটা অতৃপ্তি আছেই, ‘ভালোই কেটেছে এবারের আইপিএল। হয়তো আরেকটু ভালো হতে পারতো। তবে ওভারঅল স্যাটিসফাইড যে রেজাল্ট হয়েছে টিমের। প্লাস পারসোনাল দিক থেকেও আমি সন্তুষ্ট। তবে, একটা অতৃপ্তি আছে সেটা হলো প্রতি ম্যাচেই ভালো শুরু করার পরেও রানটা বড় করতে পারিনি।’

তবে আইপিএল শেষে দম ফেলার ফুসরৎ নেই। আবার আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে হবে ভারতের দেরাদুনে। অধিনায়ক সাকিব অবশ্য এই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখতে পারছেন না, ‘আসলে টি-টোয়েন্টিতে ফেবারিট বা অফেবারিট এই ধরনের কোনো তকমা থাকে না। যে কোনো দল যে কোনো সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে, তাই আমি বলবো ওরাই ফেবারিট। ’

বিজ্ঞাপন

আইপিএল সতীর্থ রশিদ খানকে নিয়েই কথা হচ্ছে বেশি। সেই প্রসঙ্গ উঠতে সাকিব যেন একটু বিরক্তই, ‘কারা আলোচনা করে (রশিদ খানকে নিয়ে)? প্রশ্ন আপনারা করলে আমাদের প্লেয়াররা উত্তর দিচ্ছে? নাকি প্লেয়াররা আলোচনা করছে? যা হোক, ঠিক আছে। সবাই ভালো বোলার। আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে সবাই ভালো বোলার। তাই কেউ ভালো বল করবে কেউ খারাপ বল করবে। ভালো ব্যাটসম্যানরা সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে সেটাই নিয়ম।’

দেরাদুনে বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলবে, সেই গ্যারান্টিও দিলেন না সাকিব, ‘সবসময় সব জায়গাতে অ্যাটাক করাটা যে ঠিক হবে এটাও ঠিক না। অবশ্যই আমরা আলোচনা করবো। কোন জায়গায় কোনভাবে খেললে আমাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে সেইভাবে চেষ্টা করবো।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন