বিজ্ঞাপন

চবিতে ৩০ এপ্রিল থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত

April 28, 2024 | 4:13 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩০ এপ্রিল থেকে আবারও সশরীরে উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। তাপদাহের কারণে গত ২২ এপ্রিল থেকে সকল ক্লাস অনলাইনে শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

রোববার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী উপস্থিত ছিলেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড.সেকান্দর চৌধুরী বলেন, ‘আগামী ৩০ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলমান তাপপ্রবাহের মধ্যে গত ৯দিন আমরা ক্লাস অনলাইনে নিয়েছিলাম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন