বিজ্ঞাপন

‘এবার নির্বাচন থেকে পালালে দেশ থেকেও পালিয়ে যেতে হবে’

May 28, 2018 | 3:52 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপি ভোট থেকে পালানোর পথ খুঁজছে দাবি করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ভোট থেকে পালানোর জন্যই এখন নানারকম কথাবার্তা বলছে। দয়া করে ভোট থেকে পালাবেন না, এবার সংসদ নির্বাচন থেকে পালিয়ে গেলে আগামীতে দেশ থেকেও পালিয়ে যেতে হবে।’ সোমবার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের কাজ সকাল-বিকাল মিথ্যাচার করা। একজন নেতা সকাল ও বিকালে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করে। আর কিছু নেতারা বিভিন্ন কূটনৈতিকদের কাছে গিয়ে নালিশ করে। দুষ্টু লোকে বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি বলে। আমি আপনাদের বলবো, কূটনৈতিকদের কাছে নালিশ না করে জনগণের কাছে যান। অতীত কর্মকাণ্ডের কারণে ক্ষমা চান। জনগণ চাইলে আপনাদের ক্ষমা করে দিতে পারে।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি প্রশ্ন তুলবে কেন প্রশ্ন রেখে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি নেতাদের চেঁচামেচি দেখে মনে হয়, ভারতের সঙ্গে বাংলাদেশ সর্ম্পক গভীর হলেই তাদের বুক কাঁপে। আপনাদের বুক কাঁপে কারণ এখনো পাকিস্তানি ভাবধারা থেকে বেরিয়ে আসতে পারেননি। বাংলাদেশের সঙ্গে ভারতের সর্ম্পক ভালো হলে পাকিস্তানের যেমন বুক কাঁপে, তেমনি বিএনপিরও বুক কাঁপে। ভারতের সঙ্গে বাংলাদেশ ও আওয়ামী লীগের সর্ম্পক এখন মধুর ও গভীর।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন