বিজ্ঞাপন

এখনই ফাইনালের আশা ছাড়ছেন না এনরিকে

May 2, 2024 | 10:00 am

স্পোর্টস ডেস্ক

সেমির লড়াইয়ে মাঠে নামার আগে পিএসজিকেই এগিয়ে রেখেছিলেন সবাই। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ফেভারিট হিসেবে খেলতে নামলেও শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই বাড়ি ফিরতে হয়েছে কিলিয়ান এমবাপেদের। তবে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ানো পিএসজির কোচ লুইস এনরিকে বলছেন, দ্বিতীয় লেগে নিজেদের মাঠে জিতেই ফাইনালে যাবেন তারা।

বিজ্ঞাপন

সিগনাল ইদুনা পার্কে দাপটের সাথে খেলেও গোলের দেখা পায়নি বার্সাকে উড়িয়ে দিয়ে সেমিতে ওঠা পিএসজি। ডর্টমুন্ডের ফুলক্রুগের একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান। হেরে গিয়েও অবশ্য খুব একটা হতাশ নন এনরিকে, ‘দারুণ একটা ম্যাচ হয়েছে। দুই দলই ভালো ফুটবল খেলেছে। দুই দলই অনেক সুযোগ পেয়েছিল। ডর্টমুন্ড সেটা কাজে লাগিয়ে ম্যাচ জিতেছে। আমরা সেটা পারিনি। কঠিন ম্যাচ ছিল। আমার হিসেবে ম্যাচটা ড্রই হয়েছে।’

ঘরের মাঠের দ্বিতীয় লেগে দারুণভাবে ফিরে এসেই ফাইনালে যাওয়ার প্রত্যাশা এনরিকের, ‘পরের ম্যাচ আমাদের ঘরের মাঠে। আমরা চেনা কন্ডিশনের জন্য প্রস্তুতি নিতে চাই। এবারের নকআউট পর্বে এটিই প্রথম লেগে ঘরের বাইরের মাঠে খেলার অভিজ্ঞতা। আমাদের সমর্থকরা দারুণ সমর্থক দিয়ে গেছে। প্যারিসে সেটার অনেক গুণ বেশি পাব। আশা করি দারুণ একটা ম্যাচ হবে।’

আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে পিএসজি-ডর্টমুন্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন