বিজ্ঞাপন

বিজিএপিএমইর নির্বাচনে একটিভ মেম্বার্স ইউনিয়নের ২০ প্রতিশ্রুতি

May 2, 2024 | 4:22 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তৈরি পোশাক শিল্পের সহযোগী খাত বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। ২০২৪-২৬ মেয়াদের এ নির্বাচনে ‘একটিভ মেম্বার্স ইউনিয়ন’ নামে একটি প্যানেল তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন পলি প্লান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছিরুল আলম।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন হবে বিজিএপিএমইএতে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘ভোটের মাধ্যমে ক্ষমতায়ন আপানার অধিকার, আমাদের সাফল্য’ স্লোগান নিয়ে প্যানেল পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করেছে একটিভ মেম্বার্স ইউনিয়ন।

বৃহস্পতিবার (২ মে) ওই প্যানেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী একটিভ মেম্বার্স ইউনিয়নের ২১ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ শাহ আলম ও বিজিএমইএর সহ-সভাপতি আশরাফ জামাল (দিপু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ’র বিভিন্ন পরিচালক ও ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্ট, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের মালিকরা।

বিজ্ঞাপন

সভায় প্যানেলটির কোর কমিটির প্রধান ও ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহেমদ বলেন, ‘সদস্যদের প্রাণের দাবি রফতানিতে প্রণোদনা আদায়, কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করা, নিজস্ব ভবন প্রতিষ্ঠা ও ব্যবসায়িক কাগজপত্র নবায়নের হয়রানি থেকে মুক্তি নিশ্চিত করা। আমাদের মেধা, দক্ষতা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে দাবিগুলো আদায়ে শতভাগ চেষ্টা থাকবে।’

অনুষ্ঠানে অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পকে ডিজিটাল, গতিশীল এবং এ খাতের উন্নয়নে ২০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার মো. নাছিরুল আলম।

তিনি বলেন, ‘৩৩ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এটিই আমাদের প্যানেলের প্রথম সফলতা। কারণ ভোটের মাধ্যমে সদস্যদের যোগ্য নেতৃত্ব বাছাই করার সুযোগ থাকে। ভোট হলে সদস্যদের দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলা সম্ভব। তাই এখন থেকে সংগঠনটির মূল প্রতিপাদ্য বিষয় হবে- নো সিলেকশন, অনলি ইলেকশন।’

বিজ্ঞাপন

ইশতেহারে নাছিরুল আলম বলেন, ‘সবাইকে নিয়ে সদস্যদের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বিজিএপিএমইএকে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সাব-কমিটি গঠন করে তাদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া, ভারসাম্যপূর্ণ ক্ষমতায়ন এবং পদায়নের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

ক্ষুদ্র, মাঝারি এবং রূগ্‌ণ শিল্প মালিকদের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘এসব শিল্পকে আর্থিক এবং লজিস্টিক সহায়তা দিতে আলাদা সেল গঠন করা হবে। একই সঙ্গে সরকারের নীতি সহায়তা এবং আর্থিক প্রণোদনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতর এবং মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে সর্বাত্মক চেষ্টা থাকবে।’

ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহারে তিনি বলেন, ‘পরিবর্তিত বিশ্বের চাহিদা, টেকসই এবং গুণগত মানসম্পন্ন পণ্য উদ্ভাবন এবং উৎপাদনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরির করতে বিআইএফটির আদলে একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপন, এক বছরের পরিবর্তে বন্ডের মেয়াদ ৫ বছরে উত্তীর্ণ করা, কারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ থাকবে।’

বিজিএপিএমইএকে ডিজিটালাইজেশন করে সমন্বিত তথ্যভাণ্ডার হালনাগাদ করে প্রত্যেক সদস্যকে স্মার্ট কার্ড দেওয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করেন নাছিরুল আলম। পাশাপাশি বিজিএপিএমইএর ল্যাবকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানে উন্নতিকরনের মাধ্যমে বৈশ্বিক ক্রেতাদের স্বীকৃতি অর্জনে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া নারায়ণগঞ্জকে সাব জোন হিসেবে ঘোষণা করে সেখানে সদস্যদের সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন প্যানেল নেতা।

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন